Yo গোবিন্দ লীলামৃত। কোলাহল হৈতে। জাগিলেন রাধাকৃষ্ণ দুহু অবিদিতে। দৃঢ় আলিঙ্গন ভঙ্গে কাতর হইয়া। কপট নিদ্রার ছলে রহিলা সুতি য়। সুবর্ণ পিঞ্জবে আছে গৃহের শারিক অতি সুপণ্ডিত সেই দয়িত রাধিক । নিশাকেলি সাক্ষী সেই সব লীলা জানে । কহিতে লাগিল কিছু মধুর বচনে। জয়ং কৃষ্ণচন্দ্র গোকুলের বন্ধু। জয় বৃন্দাবননাথ জয় রসসিন্ধু। রসভরে শ্রান্ত কান্ত৷ জাগিয়া জাগাও শশিকম্প শয্যা ছাড়ি নিজ গৃহে যাও ॥উদ য় হইল পুৰ্ব্বে তৎকাল অরুণ। তরুণ নিচয়ে যেই বড় অকরুণ। অতএব যমুনার তটশয্যা হৈতে। নিভৃতে উচিত হয় নিজ গৃহে যাইতে৷ কমল বদনী ভুয়া কিছু দোষ নাই। নিশান্তে শয়ন অঙ্গ অলস ঘুচে নাই।তোমার সুখের বৈরি করুণ উদয়। চন্দ্র। বলী সখীপ্রায় মোর মনে লয়।ারজনী গমন কৈল প্রভাত হইল সুর্য্যের মণ্ডল শীঘ্ৰ উদয় করিল ৷ শীতল পল্লব শয্যা শয়নছ ড়িয়11স্বগৃহে শয়ন কর তৎকাল যাইয়। তবে কীররাজ কহে ক্লষ্ণ জাগাইতে প্রগাঢ় গরিম প্রেম লাগিলা কহিতে । ৰিচ ক্ষণ নাম তার বাক্য পটু বড়। দীপ্ত প্রসন্ন কথা পদ্য কথা দড়। কৃষ্ণ প্রবোধন দক্ষ উদ্ভট বচনে। অতি হৃষ্ট হয় কৃষ্ণ সে কথা শ্রবণে । জয়২ গোকুল মঙ্গল সৰ্ব্ব মুল ৷ জয় ব্রজ রমণীর প্রাণ সমতুল ৷ জয় প্রজাঙ্গন অলি কমল বিরাজ। জয়ং অচ্যু তানন্দ জয় ব্রজরাজ। জয়২ লতাগণ সকলআনন্দ জয় বৃন্দা ৰনচন্দ্ৰ সৰ্ব্ব রসকদ। প্রাতঃকাল হৈল জানি সব ব্রজবাসি। ভূষিত নয়নে তোমা দেখিবারে আসি ৷ সকল গোষ্ঠের তুমি জীবনের জীবন । তোমা না দেখিলে প্রাণ না যায় ধরণ II
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।