SSలి গোবিন্দ লীলামৃত ! তাকহে তুমি সে শরল। রমণী লম্পট কৃষ্ণ ধৃষ্ট পূর্ণকলা৷ তোমার চাপল্য এই অনুপম ক্লাষনা দেখিয়ে ঐছে অন্যরমণী সমাজ ৷৷ কৃষ্ণ যদি দেখে ঐছে চাপল্য তোমার । করিবেন অতিশয় বঞ্চনা প্রকার। একে আমি সেই কৃষ্ণ ধৃষ্টের চরিতে হতবুদ্ধি পুনঃ কেনে লাগিল। হাসিতে। এত শুনি রাই কহে ইহাতে হইতে। অধিক বঞ্চনা কিবা আছে পৃথিবীতে । যাহ। দিয়া শঠে মোরে কদৰ্থবে অার। এইকালে কৃষ্ণ দেখে আগে আপনার । কান্ত। আলিঙ্গন করি যেন কৃষ্ণ আইলা। সৰ্ম্ম,খ সম্মুখি দুহু দুহু যেন হৈলা৷ নিজ প্রতিবিম্ব কৃষ্ণ অঙ্গেতে দেখিয়া । বিমুখী হইল পদ্ম সখিত্ব মানিয়া নির্ণয় জানি লে লজ্জা ঈর্ষ যে হইলা । অতি ক্ৰোধ ভরে ধনী কাপিতে লাগিল ৷ তারে দেখি কৃষ্ণ কুন্দলত নিরীক্ষয়, আমাকে দোষয়ে ধনী দৃষ্টে এই কয় ৷ কৃষ্ণের ইঙ্গিতে কুন্দলতা কহে তারে এখনি চেষ্টিত হৈল কৃষ্ণ দেখিবারে। কৃষ্ণ আইল৷ দেখি কেনে উৎসাহ ত্যজিলা । বিমুখী হইয়া কেনে কাপি তে লাগিল ৷ শুনি রাই কহে কৃষ্ণ বক্ষস্থলে কেবা । দেখিতে নাপাও চক্ষু মুদি আছ কিবা। যাহা, দেখাবার তরে আম রে আনিল। খৃষ্ট নৃত্য দেখি যাতে বহু সুখ পাইলা ৷ শুনি কৃষ্ণ কহে তুমি যাহা মনে কৈলে । সেহ ਜੁਝ এই দেখ আশ্চ র্য্য চপলে । কহে মুঞি রাধিকার হও সহচার । বনদেবী নাম মোর হও বনচারি r এই কথা কহি বনে আলিঙ্গন কৈল কত ভঙ্গী করি মুখে চুম্বনাদি দিল। নিজ বিদ্যাবলে বক্ষে পৃষ্ঠে লগ্ন হৈল । ছাড়াইতে নারি মোরে বেঢ়িয়া রহিলা ৷ প্রার্থনা করিয়ে কত তবু না ছাড়য়ে। অত্যন্ত কামুকী এই মোর মনে লয়ে। তুয়ানিজ সখী হয় নিষেধ ইহারে । বলে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।