পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* | গোবিন্দ লীলামৃত। ১৬৯ অঙ্গে দিল গন্ধ ধার। ব্যাপ্ত হৈল কৃষ্ণ অঙ্গ, সেই জলবিন্থ বৃন্দ,নভস্থলে চন্দ্ৰবিম্ব পার। রাই মৃঢ় মদ হাসি, গন্ধ চুৰ্ণ যতশিশি, নিক্ষেপ করিল পৃথিবীতে । ঢাকনি ঘুচিল তার, কৃষ্ণ অঙ্গে সেইকাল, ভরি গেল গন্ধ পঙ্করিতে। নানা বর্ণ গন্ধ চূৰ্ণ,পৃথিবীতে হৈলপূর্ণ, আকাশ ভরিল অষ্টদিশ, গন্ধ জল বৃষ্টি তাতে,চিত্র চন্দ্ৰাতপ মতে, খেলে কৃষ্ণচন্দ্ৰ মৃগীৰ্দশ। কৃষ্ণ গন্ধ পঙ্ক লয়ে, রাই অঙ্গে দিল ধীয়ে, স্পর্শে কুট্রমিত ভেল অঙ্গ। প্রেমের কন্দল হয়, কিছুই নিশ্চয় নয়,কৃষ্ণ সঙ্গে রাইর এরঙ্গ হেনকালে সখীআসি, ঢালে গন্ধ জল রাশি, তাতে ক্লষ্ণ অঙ্গ পূর্ণ হৈল । এইৰূপে সব সখী,গোবিন্দের অঙ্গ তাকি, গন্ধ জলে তনু পুরাইল ৷ তাতে ক্লষ্ণ ব্যাপ্ত হয়ে, কুচ স্পর্শে করে যায়ে, কারো মুখে চুম্ব দেই বলে। রাই ক্ষেপে গন্ধ চূর্ণ, রুষ্ণের উপরে পূর্ণ, পুনঃং ধৈরজন ধরে । দেখি কৃষ্ণ তারে ধরি, হিয়ার উপরে করি, বাহু পাশে মে তনু বান্ধি ল। তাদেখিয়া সখীযন্ত, হৈলা কাণ্ড পটাৰ্বত, কৃষ্ণচন্দ্র বাঞ্ছিত পূরিল ॥কদপের পরিহাস, মন্ত্ৰবাণ পরকাশ, কটাক্ষে বিন্ধ য়ে কৃষ্ণপ্ৰিয় । সেই বাণে বিদ্ধছিয়া, যত যত কৃষ্ণপ্রিয়া,রহে কাম বিবশ ইয়। তবে তারা কৃষ্ণ প্রতি, মৃদু মন্দ হাসি অতি, অপাঙ্গ ইঙ্গিত বাণ কৈল । সে বাণে ব্যাকুল হরি, পুনঃ বাণ করে ধরি, এইৰূপে দুহু বিদ্ধ হৈল । পৃথিবীতে জল ধর, ধরি নব কলেবর, সৌদামিনী সেচে গন্ধজলে । বিজুরী মহুিতে ফিরে,গন্ধজল বৃষ্টি করে, অতি চিত্র মেঘের উপরে। বৃন্দ আদি সখীগণ, নেত্ৰ নদী অনুক্ষণ, এই লীলামৃতে পুর্ণ, &d ll St } ll