গোবিন্দ লীলামৃত। Yy দেখ পূৰ্ব্বদিগে কৃষ্ণ নায়িকা সমানে সূর্য্যের মণ্ডল যেন নায়ক গমনে ॥দেখিয়াপাইল লজ্জআপনলন্তর। তৎকাল উখান কৈল অরুণ অম্বর। অতএব কুঞ্জশষ্য নিদ্রা তেয়াগিয়া। গৃহে তে গমন কর প্রিয়ারে লইয়া সূর্যের উদয় মনে চমৎকার পাঞ। চন্দ্রের মণ্ডপ গেল বনিতা লইয়া !! রজনী চলিয়া গেল আপন আলয় । বিহঙ্গ বনি তা সঙ্গে নদীতটাশ্রয়। চক্রবাকী এক নেত্র চক্রবাকে ধরে। আর এক নেত্র ধরে অরুণ পটলে। স্থয্যের কিরণে পেচা তরুর কোটরে । প্রবিষ্ট হইব করি অনুবন্ধ করেণ। অতএব কৃষ্ণ কুঞ্জে নিদ্রা তেয়াগিয়া । ঘরেতে গমন কর কান্তারে লইয়৷ বৃন্দ পঢ়াঞাছে শারী পদ্য কথা সার1রাধিকাতে স্নেহ বড় কহে বারং। কলবাক সূক্ষ্ম ধীমান প্রেমোৎফুল্ল তনু। পটুবাক্য কহে অতি বেদধূনি জন্ম। জিহ্বা রঙ্গভূমে বাণী নৃত্য করাইতে । স্নেহ মধুমত্ত হৈয়া লাগিলা কহিতে। নিজ২ ঘরে দোহে কয়হ গমন । এই মনে করি কহে মধুর বচন ॥ব্ৰজপথে ব্ৰজবাসী যাবৎ নাযায়। তাবৎ রাধিক শীঘ্ৰ যাহ নিজালয় । সুন্দর বদনী তেজ ত্বরি তেশয়ন । তৎকাল গমন কর আপন ভবন। উদয় পৰ্ব্বতে সূৰ্য্য গমন করিল। তুরিতে কিরণ তার উদয় হইল। অলস নিকুঞ্জ ছাড়ি নিজ গৃহে যাহ। প্রাতঃকালোচিত কৃত্য করি বারে চাহা কৃষ্ণকে জাগাহ রতি অলসল অঙ্গ। অতি শীঘ্ৰ তেজ ধনী নিদ্র। সুখ রঙ্গ। রাধাকৃষ্ণ জাগিয়াছেন দুহে। অগোচর। দুষ্ট দুর্গ ত্যাগ ইচ্ছা নহয় অন্তর ॥কঞ্চ জামুপরি রাই নিতম্ব আলম্ব। বক্ষস্থলে কুচযুগ মুখে মুখালম্ব কণ্ঠে ধরি ভুজলত
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।