o গোবিন্দ লীলামৃত। לכ পদ্মবনে চলি যায়। এইমত চলে কৃষ্ণ আনন্দ হিয়ায়। মনেত করয়ে আগে যাব কারঠাই । ললিতা বিশাখ। কিবা চিত্র স্থানে যাই ৷ এইৰূপে ভাবনা কৃষ্ণ করিতে করিতে । এককালে প্রবেশিল সকল কুঞ্জেতে । জীব দেহে যেন আত্মা অনন্ত আছয়ে। এইমত সখী পাশে ব্যাপি কৃষ্ণ রহে ৷ যেমন রাইর হৈল স্বপু জাগরণে তেমতি হইললীলা সব সখী সনে । সখী মল্ল ক্লষ্ণপত্নী মল্ল চন্দ্র সনে। কন্দৰ্পের যুদ্ধ হৈল বিবিধ বিধা নে। অথাসে রাইরে কুঞ্জে সেবে সখীগণ। ক্ষণেক বিশ্রাম করি বাহির গমন। আসি নিজ কুঞ্জ তীরে ঘাটের সর্মীপে মণির কুটিমে আসি হৈলা উপনীতে। ক্ষণেক বিশ্রামকরি বেশাদি করিল । রতি রণ চিত্ন আদি সব আচ্ছাদিল । তথাপি কন্দৰ্প যুদ্ধে বিমদিত তনু যজ্ঞস্থল মজিলেহে চিহ্ন রহে জনু ৷ নিজসখী প্রতি ধনী সরোধ প্রণয়ে বিভঙ্গুর ভুরুলজ্জা নানা মত হয়ে ৷ অলসে বিশ্লথ ভুজ স্থলন গমন । অদ্ধ নিৰ্মীলিত জাখি রহে এই মন। সব কুঞ্জ হৈতে যত সখীগণ আইলা। রাধিকার সঙ্গে আসি সবেই মিলিলা ৷ কৃষ্ণ কুঞ্জ হৈতে তবে বাহিরে আইলা, সুবল বট কে সঙ্গে করিয়া আনিলা। কাস্তাদূরে মুখ দেখি হাসিতে হানিতে। তাহার নিকটে আইলা সর্থার সইতে। তবে কুন্দলত বৃন্দাদেবী যে আইলা। ভোগচিহ্ন দেখি নানা পরিহাস কৈলা ৷ নানা নৰ্ম্ম কথা কহ ব্ৰজাঙ্গনী গণে। ধূৰ্ত্ত কুন্দলত কৈল লজ্জ বিভরণে কৃষ্ণ রতি লীলামৃত সিন্ধু সুগম্ভীর। সতত দূরবগাহ প্রেম গাঢ় ধীর । প্রণয়ী লোকের হয়ে আস্বাদ বিরল । তটস্থান্য করিলে সে ভাগ্য যে প্রবল। যথা রাগ ৷ কেী যুক্ত মঞ্জ,কেশ, ಕಿ গ্রীবন্ত দেশ, বান্ধে বাস
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।