পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোৱিন্দ লীলামৃত। ו"שמ গুঞ্জামালা মুক্তামাল দিল দুই পাশে । ক্রমে উদ্ধ ২ বেঢ়ি পি চ্ছাস্ত পরশে। বষ্ট এণ সখীগণ লঞ। সুবদনী । চড়া বান। ইল রাই জগত মোহিনী। যে চুড়া দর্শনে সব ব্রজাঙ্গনাগণ । লাগিয়া রহয়ে আখি না হয় নির্গম । অঙ্গন। হৃদয়ে যেই করে পরবেশ । পুনঃ নাহি বাহিরায় ছাড়ি হৃদিদেশ । যে চড়ার ছায়। দেখি নয়নে শ্ৰীকৃষ্ণ ! ভ্ৰমণ করয়ে হঞ1 নয়ন সতুষ্ণ । আশ্চৰ্য্য কৃষ্ণের এই চড়ার বিলাস। দিয়া নিজ রুচি করে জগত উল্লাস। কুঙ্কুম তিলক দল ললাট সুসমে । পুর্ণ শশী প্রায় করে ললিত মচনে ॥ মধ্যে মৃগমদ বিন্দু, অতি মনেরম। চৌদিগে চন্দন বিন্দু করিল। ঘটন। ললন। হৃদয় যেন খগুন করিতে । কন্দপের স্বর্ণ চক্র কৈল উপনীতে। কৃষ্ণ সৰ্ব্ব অঙ্গে চিত্র কুঙ্কম রচিত। চিত্ৰ বেশেশী ত কৈল সৰ্ব্বাঙ্গ চাচ্চ ত । লবণ্যের উৰ্ম্মি যেন বিজুরী ঝলকে। রাসে কৃষ্ণ গোপী যেন এক হয়ে থাকে । নবঘন জিনি তনু চিত্রচিত্র করে । মিত্ৰ গ;ত্রে চিত্র লেখে আতি মলোহরে ৷ সে চিত্র মদন ব্যাধি জাল বিস্তারয়। সখী দৃষ্টি খঞ্জরীট বন্ধ লাগি রয় Ir"নানান সুগন্ধি পুষ্পগণের ভূষণে পুষ্পের কলিকা পুষ্পদল আদিগণে । পুষ্পের কুণ্ডল হার কঙ্কণ মঞ্জীর । কিঙ্কিণী অঙ্গদ আদি মগুন শরীর। যত আভরণ দিয়া বেশ কৈল অঙ্গে । সে হইল ৰুন্দৰ্প পাশ দৃষ্টি মৃগী বন্ধে ৷ তবেত রাধিকাকান্ত পটাবৃত হঞ। পুষ্প আভরণ বেশ কৈল সুখ প্লার্য । সখীগণ অন্যোন্যে বেশ সবে কৈল । সেবাপর। সখীগণ সব সমাধিল ৷ তবে বৃন্দ। দেবী তীরে সম্যক কুট্রিমে। দেখায় অনেক ক্ষণ সামগ্রীরগণে । পলাশের পত্র আর শালপত্র গণ রম্ভপত্র বকুলাদি অভি মনোরম ৷ কুণ্ডীপালি পাত্র সব ধরে সারি২ । কতেক সামগ্ৰী