>vケ গোবিন্দ লীলামৃত। তাহা গণিতে না পারি । শুভ্ৰবস্ত্র শুভ্ৰ পুষ্প আসন উপরে । বসিলেন কৃষ্ণ তাহা আনন্দ মন্তরে। সুবল বসিলা বামে বট যে দক্ষিণে। পরিবেশে রাই লয়ে নিজ সখীগণে ॥ সখীগণ আনি আনি সামগ্ৰী যোগায়। পরিবেশে সুধামুখী আনন্দ হিয়ায় । শ্বেত রক্ত হরিত পীতবর্ণ নারিকেল ৷ অশয্য শ্লথ শয্য দৃঢ় শষ্য জল । বাকলা ঘুচায়েদলশংখ বর্ণাকৃতি । মুখ করা নারিকেল দেই ইষ মতি ৷ কৃষ্ণ তার জলপান করিল সকল ভাহা ভাঙ্গি পুন শাস খায় মুরহর। নানা বর্ণ আমু নান বিধ পৰু ভেদ। নানাবিধে দেই তাহা নাহি পরিচ্ছেদ । অলপ পকু আমু আঠি বল্কল যুচাঞ। খণ্ড খণ্ড করি দিল চর্বণ লাগি য়া ৷ কিছু ঘন রস আমু বলকল সহিতে মুখ করি দিল তাহা অাঠি তেয়াগিন্তে । ভক্ষণ করিল কৃষ্ণ পরম হরিষে ; ওষ্ঠে তে অর্পণ করে রসের বিশেষে । পাকা অস্ত্র রসে পূর্ণ মুখেতে কাটিয় । দিলেন মধুর আমু খায়েন চ্যুষিয়া ৷ তবেত কণ্টকী ফল কোষ আঠি হীন । সুবর্ণ উৎপল চাপা কোরকের চিত্ন । পূর্ণ রস অস্তি মিষ্ট কৃষ্ণ তাহ খায়ে । রাই পরিবেশে সব অ৷ নন্দ হিয়ায়ে। পৰ্ব্ব পিলু দ্রাক্ষা আর সুপক্ খৰ্জ্জ,র। তাল শ্ৰীফল জয়, কমল প্রচুর। কদল্লী বদরী আর নকুচাদি যত । নানা ভেদ ফল সব কে কহিবে কত ৷ শৃঙ্গাটক তাল বীজ ক্ষীর। দৃত ফল শালুক কোমলপথ বীজ মনোহর। পমের মৃণাল শাঁস পিয়ালের ফল । নানান প্রকার বীজ বাক্য অগোচর । ক্ষীরসার চিনি পাকে পকান্ন করিয়া। শ্রীরাধিক আনে যাহ। ঘরে বনইয়া 11নারেঙ্গ আকার বৃক্ষ ছোলঙ্গ আকার। অনেক আনিল সেই বহু ফলাকার ফল পুষ্প মুক্ত বৃক্ষ শর্করার পাকে নিৰ্মাণ করিয়া আনে কৃষ্ণ স্পৃহা যাকে৷ আয ইলু দাড়িম্বাদি
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।