পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। Σίνζο নারিকেল তরু। নারেঙ্গ ছোলঙ্গ বৃক্ষ পুষ্প ফলে ভৰু uণৰূন্নের এইসৰ বৃক্ষাদি আনিল। এসব খাইয়া কৃষ্ণ হরিষ পাইল। চন্দ্র কান্তি গঙ্গাজল আদি লাড়গণে কৃষ্ণ পঞ্চেন্দ্রয়াহ্নাদ করে যার গুণে।। শঙ্কুরাকপুর লবঙ্গ এলাচি মরিচে। স্থল সম্ভালিক। পিণ্ডা বহু আনিয়াছে ॥পনদ আন্থের রস মধুর সহিতে । চিনিপাকে কৈল বহু কপূর জাহাতে। অমৃতকেলি কপুর কেলি নাম লাড়গণ আনি কৃষ্ণে দিল কৃষ্ণ করয়ে ভক্ষণ। ক্রমে খ্রীরাধিক পরিবেশন করয়ে। ৰট, কভু প্রশংসয়ে কতু বা নিন্দয়ে। মুখের বিরুতি কতু করিয়া রহয়ে । তাহ দেখি সব সখী অত্যন্ত হাসয়ে ৷ নৰ্ম্মহাস্য রসে ক্লষ্ণ ভোজন করিল কপুর বাসিত জল তাহ পান কৈল । আচমন কৈল জল দেয় সখীগণ খাউক খাইয়া মুখ কৈল প্রক্ষালন। স্বল্প জলবাসে মুখ মাৰ্জ্জন করিল। এইৰূপে ক্লষ্ণ কুঞ্জ ভোজন হইল। অম্ব,জ মণির মধ্যে গোবিন্দ আইলা । কুসুম শয্যাতে আসি শয়ন কমিলা। তবেত তুলসী নিজ সখীগণ লয়্যা । কৃষ্ণু সেবা করে অন্তি হরফি তা হয় । কেহ কৃষ্ণ পাদপদ্ম সম্বাহন করে। কেহ ব। তাম্ব ল দেই বদন ভিতরে ৷ ব্যাজন করয়ে কেহ আনন্দ হৃদয়ে দরশ পরশ সুখ না ধরয়ে গায়ে। বটতে যুবলে খায় তাম্বল বাঢ়িক । পয়জক্ষে কুড়িমে যায় অলস অধিক। শীতল শয্যাতে যাএsা করিল শয়ন। তবে ত্রীরাধিক দেবী লয়ে নিজগণ ॥কৃষ্ণের অধরামৃত ভৈাজন করিতে। বসিলেন বৃন্দাদেবী লাগে পরশিতে। শ্ৰীৰূপমঞ্জর সঙ্গে বৃন্দ হর্ষ মেলি। পরিবেশে সবে নৰ নানা রস কোল। ভোজন করিয়া সবে আচমন কৈলা। শ্ৰীপদ্ম মন্দির মধ্যে প্রবিষ্ট হইলা । শয্যাতে বসিলা তবে রাই সুবদনী । সখী মধ্যে ৰসিলেন রম