পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S2° গোবিন্দ লীলামৃত । ধীর গণতাল চৰ্ব্বিত কৃষ্ণ দিল তুলসীরেীড়া দিল নাদী কুন্দলন্ত ধনিষ্ঠারে। তবে ত তুলসী বৃন্দ। শ্ৰীৰূপমঞ্জরী। সেবা পর সখী লঞ ভোজন আচরি৷ উবরিয়া ছিল যত কৃষ্ণদি ভোজনে । সেই সৰ দ্রব্য সবে করিল ভক্ষণে ॥ভোজন করিয়া লৰে আচমন কৈল । সখীগণ সঙ্গে পুনঃ কুটিমে আইল । নাদীমুখী কুদলউ আদি যত গণ সবে যাঞা কুটি মাতে করল শয়ন ॥সেবাপরা সখীগণে তাম্বল চৰ্ব্বিত। এর ধিক দিলা অতি হয়ে হরষিত । বৃন্দাকে বাঢ়িক দিল তাক ষে লইয়। মন্দির বাহিরে আইলা হরষত হৈয়। ওথা কৃষ্ণ হাসি রাই কৈল আকর্ষণ । রাই অতি সলজ্জিত সহাস্য বদন । যত্বে কৃষ্ণ নিজ মুখ তাম্বল চৰ্ব্বিত। রাধিক বদনে কৈল বদন অর্পিত। এইরূপে সুতাইল তারে নিজ পাশে । শয়ন করিলা দোহু হাস্য পরিহাসে। শ্ৰীৰূপমঞ্জরী মুখ্য সখীগণ সহে। পদ সম্বাহন আর ব্যাজন করয়ে ৷ এইৰূপে ক্ষণেক দুহু নিদ্রা সুখ কৈল। অনেক আনন্দে দোহে শয়নে রহিল। এই ত কহিল কৃষ্ণের জললীলা গণে । মধ্যাহ্ন সময়ে যেই করে সখী সনে। সংক্ষেপে কছিল মাত্র দিগ দরশন। যেই ইহা শুনে পায় কৃষ্ণের চরণ । এই সব রহস্য যদি পাষণ্ড না শুনে। তবে অতিশয় সুখ উপজয়ে মনে ॥ ঠাকুর বৈষ্ণব পায় করি নিবেদন ৷ পাষণ্ডী না শুনে যেন গঢ় লীলা গণ ॥ রসময় কথা এই গোৰিদ চরিত। অমৃত হইতে পরামৃত নবীনতা নিত্য। রাধা কৃষ্ণ পাদপদ্ম সেৰন ৰাঞ্ছিত । এষদ্ধ নন্দন কহে গোবিন্দ চরিত ৷