>为8 গোবিন্দ লীলামৃত। কাকে কহে কৃষ্ণাঙ্গ বণিতে ॥কৃষ্ণাঙ্গ বর্ণন সুধা মধুর চরিতে সখীগণ কর্ণ পুর্ণ করে পুণ্য রীতে। তবে কৃষ্ণ অঙ্গ বর্ণে হযে শুক শারী। রাধিকার কর্ণদ্বয় রসায়ন করি ৷ কৃষ্ণের চরণ ছুটি বর্ণন চিকণ বিষ্কাস করয়ে তনু লাবণ্যামুগণ যমুনা তরঙ্গ যেন ইন্দীবর কলি অৰ্দ্ধোদয় যেন তেন শোভা মনোহারি। কিম্বা কৃষ্ণ পাদপদ্ম তমাল পৃটিকা লাবণ্য মধুতে পুর্ণ হুইল অধিক11ললন নয়ন অলি জিহবার অগ্ৰেতে অলপ লেহা করি মত্ত সদা বিবর্বিতে শুক বাক্য শুনি শারী বর্ণে পুনৰ্বার কট বাক্য কহে অন্তি অপূৰ্ব্ব সঞ্চার কৃষ্ণপদ দুটি ছলে বিধির বি ধান। নীল সুদাড়িম্ব দুই কৈল নিরমাণ ॥রাধিক নয়ন কির যুগের পুষ্টি তা। কারণে রচিল বুঝি করি সুপকৃত। কৃষ্ণ পদ স্পর্শে যেই রুচিদ্বয় হয়। সে মাধুর্য্য করে চিত্তে চমৎকার ময় রাধিকার মন বৃত্তি সখী কুমারিক বসিবার তরে লঘু কদৰ্প কন্দক ৷ শ্ৰীকৃষ্ণের জজ্ঞাছলে বিবিধ ঘটনা । ভুবন ভরল মূল স্তম্ভের ঘোটন। যুবতী জনের চিত্ত পীড়ার কারণে । hল প্রস্তাধর রাখি কৈল নিরমাণে ॥ কিম্বা মরকত মণি রম্ভ শুভ জিনি ৰহয়ে মাধুর্য্য অতি সুন্দর লাবণ পাপ বিঘা তয়ে কৃষ্ণের জংঘ যুগল । তরুণ তমালে তাহ কৈল নিয়মল গোকুল যুবতী গণ ধৈর্য সৈন্য যত নাশ করিবারে সদা কন্দ প উন্মত্ত। কৃষ্ণ জংঘাছলে লঘু পরিঘা যুগল। তরুণ তমালে তাহা কৈল নিরমল ৷ কৃষ্ণ দেহ কান্তি যেন যমুনার ধারা । লাবণ্য অমৃত তার তরঙ্গর পার ॥ চলন কটাক্ষ যেন হংস শব্দ মানি। অতএব যমুনার দুই ধারা জানি ৷ কৃষ্ণ জংঘা যুগ অন্য অন্য বিলোকনে। সৌষ্ঠব দেখিয় লোভ বঢ়য়ে মি লনে। বেণ, লয়ে যবে কৃষ্ণ বাদন করয় । তবে দোহে আলি
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।