গোবিন্দলীলামৃত। ఏ:S& ঙ্গনে আনন্দিত হয়। কৃষ্ণ জানু দুই শোভা মাধৰ্য্য আসন । লাবণ্য লতার কি এ উৎসব কারণ। কি এ শোভা লক্ষ্মী ভূষা পেটারি যুগল কৃষ্ণ জানু দুই হয় অতি মনোহর। গোবিন্দে র উরুদ্বয় অতি সুললিত। তাতে জানু যুগমণি সম্প ট রচি ত ৷ গোপাঙ্গন গণ চিত্ত চিন্তামণি গণ । রাখিবার লাগি কৈল অপূৰ্ব্ব গড়ন। কৃষ্ণ পদ প্রসারণ কুঞ্চল করিতে। বলি নহে এই মাংস অতি সুললিতে ॥ রাই করপদ্মে জানু সঘন বলিতে। কৃষ্ণ জানু শোভা পূর্ণ সদা রহে চিত্তে। কৃষ্ণ উরুদ্বয় হয় অতি সুললিত। পীন সুচিকণ অঞ্চ বক্রক ললিত ॥ কন্দপ নৰ্ত্তন বৃন্দ নৰ্ত্তনের বন্দ সুলাবণ্য কেলি সুধী সদা নর ছন্দ । এই কৃষ্ণ উরু দুই আমার হৃদয়ে । বিষ্ম নাশ করি যেন সদা ক্ষত্ত্বি হয়ে। নীলমণি স্তম্ভযুগ কিবা এই হয়। ব্রহ্মাণ্ড মন্দির বীর সদাই ধরয় । কন্দৰ্প যজ্ঞের শ্রাব কিবা এই হয় । কিবা স্ত্রীর চিত্ত করী বন্ধ স্তম্ভ দ্বয় ৷ এহে। নহে হয়ে কৃষ্ণের উরু মনোহর। উপমা দিবারে নাহি চিত্ত অগোচর । কৃষ্ণের নিতম্ব উরু অঞ্জনের স্থলে । নীল রম্ভ। অধোমুখি হয়ে উরু ছলে ৷ ললনা নয়ন কীর পুষ্টির কারণে। অপুৰ্ব্ব মাধুর্য্য ফল অতি মনোরমে। উলটা কদলী গর্ভ ভর বিদারয়ে । মাশ্চর্ষ্য সুশ্লিষ্ট শোভা কৃষ্ণ উরুদ্বয়ে ৷ মত্তহস্তি যেন মদ মৰ্দ্দন করয়ে । ঐছন সসম? আর মদ বাদি হয়ে। রাধিক করভ সেবা সদাই d, 2N করয় হেন কৃষ্ণ উরুদ্বয়ে কি উপমা হয়। কিকহিব শ্ৰীকৃষ্ণের শ্ৰীশ্রোণী মণ্ডল । পরিসর উচ্চ অতি সুশ্লিষ্ট সুন্দর ৷ কামনট অব্বদের হয়ে বাসস্থল। ব্রজাঙ্গন শ্রেণী শোভা বাঞ্ছিত অন্তর কোটিবিম্ব হৈতে উদ্ধে কৃষ্ণের শরীর । বিলাস করয়ে নব ত মাল সুধীর ॥শ্রোণী ছলে নীলরত্ন চরাতে ৰান্ধিল । লাবণ্য
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।