পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σίν σ' গোবিন্দ লীলামৃত। ধুনী। তন্তু রোমশ্রেণীসেই ভানুসুত মানি বক্ষের তরলকান্তি যেন সরস্ব তী। স ষ্টীত মঙ্গল করে সব ত্ৰিজগতি । বক্ষস্থল নহে কৃষ্ণের যেন তীর্থ বাজে। প্রণাম করিয়ে বক্ষস্থল সব সাজে বাহুস্তম্ভে কান্তিডোরে বন্ধন করি বক্ষের লাবণ্য দোলা নীলমণি হৈল। অশ্রান্ত দোলন করে রতি সিংহ কাম । কিবা দিব কৃষ্ণ বৃক্ষ স্থলের উপাম। কৃষ্ণবক্ষে শ্ৰীবৎসাঙ্ক পাশ্বে কুঞ্জ লিক। লাবণ্যের জাল তাতে শেভয়ে অধিকা ॥ হেন বুঝি কাম ব্যাধ জাল বিস্তারয়। গোপাঙ্গন গণ চক্ষু খঞ্জন বাধয় কৃষ্ণবক্ষে স্তনাক্ষয় চক্রিক আছয় ৷ লক্ষ্মী শ্ৰীবৎস অঙ্ক পাশ্বে ক্ষীণ হয়। হেন বুঝি রাধিকার চিত্ত কোষালয়। যুবতী রতন ধন তথিমধ্যে হয় । বক্ষস্থল নীলমণি কপাট সোসর। চক্রিকা কুলুপ দিল অতি মনোহর ৷ গোপাঙ্গনা চিত্ত বাঞ্ছা পূর্ণের কারণ। তমল কলপতৰু সন্দর গঠন। সতীগণু সাধূ গৰ্ব্ব সকল নাশিতে । বাহুযুগ ছলে কাম পরিঘ নিৰ্ম্মিতে ৷ কৃষ্ণ বাহু নহে এই গোপাঙ্গনীগণ। হৃদয় তণ্ডল গণকণ্ডন কার ণে। ইন্দ্র নীলমণির কি কুশল অগলা । রাই চিত্তালয় রত্ব ক পাট অর্পিলা। কিবা রাই চিত্ত শুক পঞ্জরের দণ্ড । কি কুহিৰ কৃষ্ণবাহু অত্যন্ত প্রচণ্ড ৷ অতিদীঘ বাহুযুগ লাবণ্য উছলে । অতিশয় নব পুষ্ট সর্বচিত্ত হরে। লক্ষ্মী ৰিশ্ব রমণীর বাঞ্ছ নীয় শোভা । পীনস্তনী হৃদয়ের সৰ্ব্ব সুখ লোড়। এই কৃষ্ণ ভুজ যুগ মোর মন মাঝে সদা ফুর্ভি হউ মোর এই বাঞ্ছা কাযে। তরুণিমা মধ,ফুল্ল কৃষ্ণ তনু বনে। মধরিমা কাম গজ কৈল প্রবেশনে। তার দুই শুণ্ড ভুজ ছলে জানুপার । সদ। ই চলয়ে শোভা পল্লব মাধ,রি ৷ কৃষ্ণ বাহু ছলে বিধ স্তম্ভ দুই কৈল। তাহার মাধ,রি দালা নীলরত্ন হৈল৷ লক্ষী আদি