পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। م هج পুষ্টরাজে। এই কৃষ্ণ পৃষ্ঠাদশ স্তবন করিয়ে। যেন মন সদা মোর তাহাই রহয়ে। শ্রীকৃষ্ণের স্কন্ধ মলে স্থূল মনোহর ত্ৰিভু বন জনমিয়ে আনন্দ কদর উদ্ধ ক্ৰমে অল্প কাৰ্য্য দেখিতে সুন্দর। যে দেখয় তাহ সেই কৃমি মনে হয়। আপন মাধুর্য্য সিংহ স্কন্ধ দৰ্প করে। কেশজুট বিলাসের খটিয়া সুন্দরে। স বর্ণ লতাতে এই মুকুন্দ কন্দর। যে শোভা দেখয় কাম হয়ত বিকল ৷ ইন্দ্র নীলমণ কযুক্ত কণ্ঠদেশ । পিক শিশু বাণীনাদ নিন্দি স্বয়াশেষ । কণ্ঠে তিন রেখা হয় অতি মনোহর। ত্ৰিভু বন জন নেন আনন্দ কদর নব নব নিজ কান্তি ভূষণ শোষ্টি ত যাহাতে হরয়ে কত রমণীর চিত। কৃষ্ণ কণ্ঠ হয় লীলা অক্ষয় সরসুনী । যাতে বিলসয়ে হংস যে কৌস্তুভ মণি ॥ লাব ণ্যের নদী বহে নৰ্ম্ম নদী আর । সুন্দর কবিতা নদীগণ নদী সার ৷ কণ্ঠ প্রভ দেশে ই চা সদাই নিঃসরে ; কৃষ্ণ কণ্ঠদেশ রাঢ় আমার অন্তরে ৷ কৃষ্ণ নাম হল্প আর ওষ্ঠাধর শোভে সকণ্ঠ চিবুক শ্রোত্র পক্ষদল হয়ে । দস্তাবলি হয় পক্ষ কেণর সমান । হাস্য পথ মাগ বা অতি অনুপাম । নয়ন খঞ্জন রু ভ্ৰমীর পাতি জিহ্ব যেন অম.জে কণিকার ভাতিlঅতএব কৃষ্ণ যুগ পদ্ম মনোরম ৷ সদাই হ উক স্ফৰ্ত্তি আমার মরলে ৷ নিষ্কলঙ্ক কষ্ণ মুখচন্দ্ৰ মনোর। কলঙ্ক থুইল ব্ৰ জাঙ্গনার উপর। কুকবি কহয়ে এই কথ। বাক্য সে আমার মনেন্ত কিছু বিশেষ আইসে नङ्क्षे निर्मदा (बड़े श्राद्धंज़ दग्नज्ञ ! मिञ्ज डूटT क्लरङ्ग डtरद्र 4ट्रेञान লয়। চন্দ্রের উপরে যদি বান্ধুলী থাকয়ে। দর্পণ কুন্দের কলি খঞ্জন নাচয়ে ৷ তিলের কুসুম অদ্ধ হয় কম ধনু ৷ লেল অল লাল। তার নিষ্কলঙ্ক তনু ৷ পূৰ্ণচন্দ্র থাকে যদি এসব বিধান । তবুে কৃষ্ণ মুখ দ্রে দিয়েত উপাম । খ্ৰীকৃষ্ণ চিবুকে স্থল মোহ