গোবিন্দ লীলামত । ২০১ ন বন্ধান। চন্দ্রকাস্ত্যে নীলোৎপল দলের সমান। জননী লালয়ে বাল্যে অঙ্গলী সহিত অম্প নিমু মধ্যে ভেল করি অনু মিত। চিবুকের তলে দুই অঙ্গলী যে দিয়া ! অল্প উচ্চ কৈল অতি শোভার-লাগিয়া ॥লাবণ্যের বন্যা কৃষ্ণ চিবুকে উছলে । মনোজ্ঞ চিবুক শোভা কে কহিতে পারে। শ্রবণ চিবুক মূল পরশ সুন্দর। কৃষ্ণ হনু যুগ, সন্নিৰেশ মনোহর। মাধুর্য্য জালেতে সব জনের হরে মন বিহঙ্গের গণে রাখে করিয়া বন্ধন অপ দীঘ বিস্তারিত হন্তু মনোরম। মুখ বিম্ব অনুকূল অত্যন্ত সুসম। কৃষ্ণের শ্রবণ স্থই অতি সুকোমল। আকার সৌষ্ঠবে জিনে শঙ্কল অন্তর। সুন্দর বচন হয়ে বিষ্টর। ভজনি । নিজ অংশু জালে গিলে সৰ্ব্ব নেত্রমণি । মকর কুণ্ডল তার মগুন সুসম দেখিয়া আখল চিত্ত দিতে নায়ে ক্ষমা ৷ ভূষণের ভরে জলপ দীঘ বর্ণ তার। বিশ্বাঙ্গনা দৃষ্টি মীন মনোজের জাল । গোপী মন হরিণীর বন্ধন কারণে। কন্দৰ্প ব্যাধের জাল লয়ে মোর মনে । কিম্বা ঐরাধিকা চক্ষু খঞ্জন বন্ধনে। মদনের পাশ কণ বন্ধ লয়ে মনে !! রাধিকার পরিহাস সগৰ্ব্ব নিন্দন। গদগদ বচনামৃত অতি রসায়ন৷ কৃষ্ণ কর্ণ তাহ পান করতে চঞ্চল । সুরুচি সুশ্লিষ্ট শোভা অরুপ অন্তর । আমার হৃদয়ে কৃষ্ণ কর্ণ যুগ শোভা । সদ। স্কৃৰ্ত্তি হকু চিত্তে অতিশয় লোভ ৷ শ্ৰীকৃষ্ণের গণ্ড দুই পুর্ণচন্দ্র মণি । অত্যন্ত সুশ্লিষ্ট শোভা কহিতে না জানি। রাধাধরামৃত পূর্ণ রসায়ন শোকে । পুষ্টিতা করিল অতি দেখ পরতেকে । মকর কুণ্ডল নাচে তার রস্থঙ্গ নি। আশ্চর্য্য গণ্ডের শোভা অতি অনুপাম। ইন্দ্র মীল মণিগণ দর্পণের গৰ্ব্ব । ભtહઃ লাবণ্য কৈল তাহ অতি খৰ্ব্ব । কৃষ্ণু মুখে দুই ধারা সূক্কতার নাম মধুরিমাণুত নদী আবৰ্ত্তগৰ্ত্ত
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।