Σ 8 গোবিন্দ লীলামৃত । মন্দ২, রাই লঞা আপনার কোলে । উত্তান শয়নে রাখি, rদখে শোভা দিয়া জাখি, নিমগন আনন্দ হিল্লোলে ৷ রাই মিথ্যা করি কন্দে, হাসে মৃদু মন্দ ছাদে, কেশ অদ্ধা খসে অগ্রভাগে । বিমদিত পুষ্পমালা, চন্দন কুঙ্কম-ধূলা, মণিহার ছিণ্ডি রহে অঙ্গে ! অলসে ঘূর্ণন মাখি, মিলি ক্ষণে মৃদু দেখি, এইমত বদন সুসমা । একে কেলি শ্রান্ত অঙ্গ, তাহাতে লাবণু ভক্ত, দেখি কৃষ্ণ অ'খি নাহি ক্ষমা ৷ স্বর্ণপদ্ম জিনি অঙ্গ, আছে কৃষ্ণ অঙ্গ সঙ্গ, সুরত অলস ভেল তায় । নবীন তনাল জিনি, কৃষ্ণ'অঙ্গ সূসাজনি, তাহে রাই স্বর্ণ, তা প্রায় ৷ দামিী জলদে যদি, স্থির রহে নিরবধি, তবে রাধাকৃষ্ণের সুসম । বেকত করিয়া কহি, দিতে ভার স্থান নাহি, তবে সে কহিয়ে সেই সম । মকর কুণ্ডল দোলে, কৃষ্ণের শ্রবণ মৃ:ল, ঢর ঢর পণ্ডের লাবণ । মুখে মৃদ্ধ মন্দ হালি, উগরে অমিয়া রাশি,মালসে নয়ন সোহন ৷ ললাটে অলক লোল, যেন ভৃঙ্গ পাতি ভোল, মুখপদ্ধ শোভা মধুপানে। মুখ দশমেতে ক্ষত, অঞ্জনে মলিন মত, ওষ্ঠাধর ভৈগৈল রঞ্জলে ৷ এইৰূপে কৃষ্ণের মুখ, দেখি ধনী পাইল লুখ, পুনঃ উনমনা বিললিতে নয়নেই দুহ, অবলোক লহু লহু লজ্জা গাঞা করিল কুঞ্চিতে । তাহ তে ঈষৎ হাসি, দেখি রাই মুখশশী, গোবিন্দের অতি তৃষ্ণ হৈল । পুনঃ বিলানের লাগি, মনে মনমথ জাগ, তাহে তাহ আরম্ভ করিল ৷ নিজ বামন্থন্ত তলে, ধরে রাই বেণী মূলে,চিবুকধরয়ে জন্য করে। রাই হাস্যগণ্ড শোভা, দেখি কৃষ্ণ হগুণ লোভ, হামিং চুম্বর কপোলে ৷ কৃষ্ণাধরযু
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।