পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। وی هم জানি ॥ মহত্ব গম্ভীৰ্য্য আদি বষ্ট গুণ গণ । এই গুণ সাম্য কিছু লভে নারায়ণ৷ অনন্ত মহিমা গুণ অনন্ত বিস্তার । হেন কেব। আছে যেই অন্ত করে তার। স্বভক্তে বাৎসল্য আর প্রণয় বণ্ড ত৷ ৷ বহুত পালন করে বৃত্তি মনোন্নিত। ঐছন অনন্ত গুণ ংখ্যা নাহি তার । এঁছে এক গুণ কেহ নারে বর্নিবার । কৃষ্ণ ৰূপ ভুবনের ভূষণ করয়ে। নবীন কৈশোর বয়ঃ মধ্যে স্থির রহে। কৃষ্ণ বল দেখি গিরি ধরে কন্দু প্রায়। কি কহিব কৃষ্ণ সুশীলতা অতিশয় ॥কৃষ্ণের লীলাতে জগমোহন করয়ে ঐঙ্গে কৃষ্ণ দাতা ভক্তে আত্ম সমর্পয়ে। অখিল পুবিত হয় গোবি নদ দয়াতে । কি কহিব কৃষ্ণ কৗক্তি বিশ্ব বিশোধিতে ৷ হেন কৃষ্ণ গুণগণ ভুবন ভিতরে 1 কে আছিয়ে হেন যেই বর্ণিবারে পারে। গোপাঙ্গন গণ নিজ কৈশোর বয়েস যত গুণ যত শোভা যত অঙ্গ বেশ । যতেক মাধুর্য্য আর কন্দৰ্পের লীলা। বৈদন্ধী উজ্জ্বল রস চাপল্য অখিলা। গোপেন্দ্র নন্দনে তার কৈল সমৰ্পণ। অঙ্গীকার কৈলা কৃষ্ণ সাফল্য কারণ n কৃষ্ণের অখিল অঙ্গে মৃগমদ রস। নীলোৎপল লিপ্ত গন্ধ জিনিয়া সর স। কৃষ্ণ কক্ষ ভুরু শ্রোণী কেশ পরিমল । জিনিলা অগুরু পারিজাত উৎপল ॥নাভি বক্ত করপক্ষ নয়ন সুগন্ধ। কপুৰ্ণ র লেপিত পদ্ম গন্ধ করে অন্ধ । সৌরভ্য অমৃত উৰ্ম্মিবছে কৃষ্ণ অঙ্গে । জগত প্লাবিত হয় যাহার তরঙ্গে । কৃষ্ণ গুণ গণে গোপাঙ্গন মনোহরে গোপাঙ্গন গণ প্রেম পলুতাশয়ান্তরে সেই প্রেম হরে কৃষ্ণের চিত্তেন্দ্রিয় গণ । গোপাঙ্গন ৰশ কৃষ্ণ এ ইত কারণ। বংশীধুনি করি কৃষ্ণ গোপনারী হরে । গোপ নারী হরি রাস মহোৎসব করে। রাস মহোৎসবে নিজ বাঞ্ছা পুর্ণ কৈল । সকল জগতে সেই লীলা প্রকাশিল । ব্রজেক্সের