২০৮ গোবিন্দ লীলামৃত । কদৰ্প বিরাজে৷ বৈরিগণ স্থলে কৃষ্ণ কালমূৰ্ত্তি হয়। সম্ভক্ত জনেত কৃষ্ণ সৰ্ব্বেশ্বরময় ৷ চণ্ডাল করয়ে যদি কৃষ্ণের ভজন। সেই জন হয়ে ভক্ত ব্রাহ্মণের সম।। শ্ৰীকৃষ্ণ বিমুখ যদি হয়ে বিপ্ৰগণ চণ্ডালের তুল্য তারে তেজি দরশন। শ্ৰীকৃষ্ণের কীৰ্ত্তি গণ অতি নিরমল। কৃষ্ণ ৰুচি করে যেই ভুবন সকল । কৃষ্ণ প্রেস কভু হয় অমৃত সমান ; প্রণয়ি জনেত কছু বিষা fধক জ্ঞান ৷ কৃষ্ণের বিরহে চন্দ্র হয়ে অগ্নি সমে । অগ্নিও অ মৃত হয় কৃষ্ণের সঙ্গমে । পু তনাদি করি যত কৃষ্ণ বৈরিগণ । অদ্যাপি কবীন্দ্র সব করয়ে গণন। কৃষ্ণ হাস্য করুণতা গুণ গণ সঙ্গে ! তা সবার গুণ সবে গান করে রঙ্গে ৷ কোন ব্রজ। ঙ্গনা দেখে যমুনা লহরি। তাহ দেখি কৃষ্ণ অঙ্গ অনুমান করি অন্য সখী দেখি তাহ কহয়ে তাহারে । কৃষ্ণ অঙ্গ নহে এই বযু নার ধারে । তিস্থ কহে এই দেখি কৃষ্ণের বদন। সখী কহে মুখ নহে পদ্ম বিলক্ষণ কৃষ্ণ চক্ষু নহে এই উৎপলের গণ । কৃষ্ণের অলকা নহে ভ্রমর সাজনা কেনে সখী তুয়া দৃষ্টি ধায় লুব্ধহয়ে কৃষ্ণ নহে রবিসুত দেখহ আসিয়ে যেবে বংশীধূনি কৃষ্ণ আরম্ভ করয়ে । তবে ব্রজাঙ্কন হৃদে মদন পৈশয়েlনানান প্রকার জন্মে ব্রজাঙ্গন মনে পশ্চাৎ মুরলীধুনি করে প্রবেশনে ॥কন্দৰ্প উৎ পত্তি করে ধৈর্য্যধন হরে। তবে লোক ভর সব ধৰ্ম্ম করে দূরে ৷ এইৰূপে পতি কোলে হৈতে ব্ৰ জাঙ্গন। অাকর্ষণ করে বংশী এৰূপে ঘটনা । স্থিরচরগণ কাপে স্তম্ভ নদীপানী ৷ জয়যুক্ত হউ সেই মুরলির ধূনি। গুণগণ রসলীলা ঐশ্বৰ্য্যাদিগণ অনে ক আছয় করি কহে কোন জন । যে বলে সে বলুকিন্তু কৃষ্ণ সৰ্ব্ব কৰ্ত্তা। নিশ্চয় জানিয়া মুনি কহে এই বাৰ্ত্তা। গোপাঙ্গৰ প্রাণ কৃষ্ণ প্রণয়ে বিহবল ৷ বংশীকে কহয়ে সর হয়ে এক মেলা
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।