পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*>o গোবিন্দ লীলামৃত । পাদপদ্ম শো হু জিনি পদ্মগণ কোটি চন্দ্র জিনি শোভা কৃষ্ণে র বদন । রম্য ভুরু যেন হয় ভ্রমরার পাতি । কৃষ্ণের অধর যেন সুধারস ভাতি। চঞ্চল নয়ন যেন পদ্মে অলি ভাতি ক্ক ষ্ণের দশন শুভ্ৰ কুন্দকলি পাতি। কৃষ্ণের বচন হয়ে অমৃত সমান । কৃষ্ণু হাস্য জ্যোৎসা দু্যতি দিয়েত উপাম। কৃষ্ণ হস্ত তল নব পল্লব জিনিয়11নখগণ পূর্ণচন্দ্র তুল্য দেখসিয়া কৃষ্ণ গণ্ড যুগ নব দর্পণের ছাতি । শ্ৰীকৃষ্ণের শ্বাম অঙ্গ নবঘন কাতি অঙ্গন নয়ন কৃষ্ণ মুখপদ্ম মানে। ভ্রমর তষিত যেন পদ্মমধু প নে৷ সাধু স্থানে কৃষ্ণ যেন চন্দ্র সুশীতল। প্রণয় জনেত কৃষ্ণ জনক সোসর। কুঞ্জের ভিতরে কৃষ্ণ সুধার আলয় । দৈত্যগণ স্থানে কৃষ্ণ ব্ৰজসম হয় রমণী বৃন্দের স্থানে মদন সমান দাতা কৃষ্ণ সম কেহ নাহি হয়ে আন । ঈশ্বরের মধ্যে কৃষ্ণ তুল্য কেহ নহে; কৃষ্ণের সমান লীলা কাহাতে না রহে কৃষ্ণের সম! নত্রিভুবনে কেহ নাই। হরিণ নয়নী মুখ চুম্বয়ে সদাই । এই সব গুণ আছে যে কৃষ্ণ তনুতে ৷ সেই ক্লষ্ণ রক্ষা করু সকল জগতে পাঁচশ প্রবার এই উপমার গণ । কৃষ্ণের কহিল- এই যাতে সুখী মন । বৃন্দাবনে তরু লতা কৃষ্ণ সূখী করে । ব্রঙ্গাঅনা প্রায় নিজ অবয়ব ধরে । পুষ্প ছলে হস্তে স্তন ফল মনে হর। নবীন পল্লব যন্ত সুন্দর অধর ।কৃষ্ণ বংশী নারায়ণের চিচ্ছ ক্তি স্বৰূপ। যেই যৈছে বাঞ্ছে তারে তৈছে করে রূপা। যোগে শ্বর গুণে যোগ সিদ্ধি মনোরম ৷ উপাসক গণে বিষ ভক্তি সিদ্ধি কাম৷ ৷ কৃষ্ণ কীৰ্ত্তি অমৃতের ধারা সুমাধুরী । কৌমুদী হ ইতে স্নিগ্ধ আছে বিশ্ব ভরি গঙ্গ যেন পবিত্র করয়ে সৰ্ব্বজনে । ঐছন কৃষ্ণের কীৰ্ত্তি এতিন ভুবনে উপমানাহিক কৃষ্ণের অঙ্গের সুসম সুসমা মাধুর্য্য তনু নাহি তার সীমা মাধুরী হইতে বস