গোবিন্দ l マ>) গুণ নাহি ওর । গুণ গণ হইতে শীল সুন্দর উজোর । কৃষ্ণ কান্ত বলি,প্রেম প্লুত বিনাশয়। কাস্ত ৰলি প্রায় কৃষ্ণ বিদ গ্ধত হয় ৷ বিদগ্ধ তা হৈতে রসজ্ঞ তার উত্তম । রসজ্ঞতা হৈতে সৰ্ব্ব বিলাসানুপম ৷ সুবলাদি করি যন্ত কৃষ্ণ সখাগণ । ৰিচিত্র সখ্যতা তার শুনহ কারণ ৷ কৃষ্ণের নিগূঢ় তৃষ্ণ জানিয়া যতনে। কুঞ্জ শয্যায় কান্ত মানি করায় সঙ্গমে । ধন্য বৃন্দাবন স্থল যাতে কৃষ্ণ নিতি । বিলাস করয়ে সব রমণী সংহতি ৷ প্রতি গিরি কুঞ্জ প্রতি পুলিন নিকুঞ্জে । স্বচ্ছন্দে বিহরে কৃষ্ণ সৰ্ব্ব মনোরঞ্জে । পুলিী কন্যার কৃষ্ণ আদর্শন হৈতে। কন্দপের ব্যাধি পুর্ণ হৈল তার চিত্তে ৷ কৃষ্ণ পাদ কান্ত কুচ কুঙ্ক,ম লাগিল। সেই যে কুঙ্কম পক্ষ তৃণেতে ভরিল। সেইত কুঙ্কম তারা লেগ্নয়ে হৃদয়ে। তার স্পর্শে ভাসবার ব্যাধি দূর হয়ে ॥ কৃষ্ণ বধ কৈল যত যত দৈত্যগণে । তার পত্নী রাণ্ডী সব পুলি দের সনে। গোবদ্ধনে রহে কৃষ্ণ লীলার সময় । দেখিয়া আন ন্দে কৃষ্ণে স্তবন করয়। বৈরিগণ পত্নী সব সুখ পাইল মনে । কহে সবে লাভ হৈল পতির মরণে ; যে সব মসুর কংস মদ বঢ়িাইল । এখন না জানি তার কোন স্থানে গেল। এইৰূপে কৃষ্ণ গুণ অনন্ত অপার । নানা লীলা মহিমার কে কহিবে পার । তার তার কণা মাত্র পরশ করয়ে শুদ্ধতা করিয়ে মাত্র নিজ বাক্য চয়ে ৷ এইৰূপে শুক শারী কৃষ্ণ গুণগণ। বর্ণন সমুদ্র মাঝে করিল মজন। প্রফুল্পিত তনু মন আনন্দ হিল্লোলে । মুখ পায়ে রাধাকৃষ্ণ গুণ পুনঃরলে n · e যথা রাগঃ নবাম্বদ জিনি দু্যতি, দলিত অঞ্জন কাতি, ইন্দ্ৰনীলমণি জিনি তনু পীতাম্বর পরিধান,বিজুরী কুঙ্ক,মঠাম, স্বৰ্য্যোদয় যেন প্রাতে জন্তু । সখী হে সুমধুর মূরতি গোবিন্দ1.
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।