২১২ গোবিন্দ লীলামৃত I সদা মন্দ২ হাসি, উগরে অমিয়া রাশি, সুশীতল জিনি কত চন্দ্র। ধ্রু। কপুর চন্দন গণ, মৃগমদ বিলেপন, প্রতি তনু শোভূয়ে মুরারি । কৃষ্ণের বদন ছান্দ, গৰ্ব্ব হরে পদ্ম চান্দ, বহে কত মাধুর্য্য মাধুরি । মকর কুণ্ডল গণ্ডে, তাণ্ডব করায়ে রঙ্গে, बाघ्रप्श बल्ली গঢভাৰ । প্রেমরত্ব অভরণ,বন্ধতায় সখীগণ তাহাতে মানয়ে বহু লাভ। লোকপাল সুবন্দিত, কাল সৃষ্টি অবিরত, গৌরব রাখয়ে বিপ্ৰগণে। নিত্যনব্যৰূপ বেশ, মনে হর কলি দেশ, নৰ্ম্ম কেলি মিত্র বৃন্দ সনে । ইন্দ্রের নন্দন বন গুণ জিনি বৃন্দাবন, সদা কৃষ্ণ যাতে বিলসয়ে। ইন্দ্রের নাশিল গৰ্ব্ব, কালিমদ কৈল খৰ্ব্ব, বলে কংস সবংশে ঘতিয়ে। আত্ম কেলি বৃষ্টি করি, ভকত চাতকাবলি,পুষ্ট করে প্রতি ক্ষণে ক্ষণে বীৰ্য্য শীল লীলা যত, আত্ম ঘোষ বাসী কত, আননি। ত করে জনেই । কুঞ্জরাস কেলিগণ, সুধা করি নির্মঞ্চন, রাধিক তে। ষণ করে যাতে । করে নানা পরিহাস, রাধা সহচরী পাশ, সখীগণ সন্তোষ করতে । কৃষ্ণ প্রেমশীল কেলি, সুকীৰ্ত্তি মে। হন মেলি, বিশ্ব চিত্ত চনদন সমানে ৷ করি রাসকেলি খেলা, নিজ শুদ্ধ ভক্তি মেলা, দেখাইল শুদ্ধ ভক্ত গণে । ৰূপ বেশ চিত্র ঠাম, মন্মথ মন্মথ নাম, বহয়ে লাবণ্য ৰূপ রাশি। আপন নয়ন কোণে, যত ব্ৰ জাঙ্গনী গণে, ভাব বৃন্দ হৃদি পরকাশি ৷৷ রাই পুষ্প উঠাইতে, কৃষ্ণ তারে পরশিতে, ভূষিত হৃদয় হয়ে যায়। রাই প্রেম বাম্যমুখ, সুরম্য নয়ন সুখ, দেখি কৃষ্ণ কোটি সুখ পায় । রাই বক্ষ সুচন্দনে, কৃষ্ণ অঙ্গ বিলেপনে, যে আন ন্দ তার নাহি ওরে। বল্লবেশ সুচন্দন, চরণ কমল ধন, দাস্য দান করহ আমারে। ত্রীরাধিক সুবল্লভ, লক্ষী আদি সুস্থলভি, যেই ইহ সদা পান করে । রাধাকৃষ্ণ সঙ্গানন্দ, বৃন্দাবনে
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।