গোবিন্দ লীলামৃত। २S१ সেই হৈতে ওষ্ঠাধর তৃষিত হইলু । নিরস্তর তৃষ্ণ তার ক্ষণে ন ঘুচিল। এইৰূপে শুক শারী দোহে পঢ়াইল দ্রাক্ষা সদাড়িম্ব বীজ খগে খাওয়াইল। প্রীত হয়ে দোহে দোহাৰ্বন্দrহন্তে দিল । সে শুর্ক শারক বৃক্ষ ডালেতে বসিল ৷ এথা পাশা খেলা ইচ্ছা হইল দোহার। সদেবীর হরিৎ কুঞ্জে প্রবেশ সবার । চিত্রকোঠা আছে তার নিকটে আসন । কৃষ্ণ এক দিগে অন্য রাই সখীগণ ॥ চিতদায় উপদেশে বটু আর ললি তা। সদেবী সবল পাশ্ব চালন অধিক । নন্দীমুখী কুন্দ লতা মধ্যস্থ হইলা । শ্বাম পীত পাশা গোরী শু্যাম যে লইল । যথা রাগঃ । রাধাকৃষ্ণ পাশা খেলে, নিজ চিত্ত কুতূহলে, পণ কৈল সরঙ্গ হরিণী। পাহলে গোবিন্দ জিনে, বটু আন ন্দিত মনে, বান্ধি লৈয়া রাখে সে হরিণী iসখিহে দেখ দেখ রাধাকৃষ্ণ রঙ্গে। পশাটি ধরিয়া করে, নিজ জয় বাঞ্ছি ডারে, তনু ভরে আনন্দ অন্তরে ॥ ধ্রু । রাধাকৃষ্ণ খেলে পুনঃ, মুরলী পাশক পণ, দ্বিতীয় জিনিল সুবদনী। আনন্দে ললি তা যাঞ, কৃষ্ণ হাতে হৈতে লৈয়া, লুকাইয়। রাখে বংশী আনি ৷ কৃষ্ণ রাধা পুনৰ্ব্বার, খেলে পুনঃ দুহু হার, হেনকালে বটু মিথ্যা করি । কৃষ্ণে উপদেশে দানে, জিনিবার অনুষ্ঠানে, কহে কৃষ্ণ মার এক শারী । কলোক্তি শারিকা শুনি, ভয়ে কহে ঠাকুরাণী, বৃক্ষ শাখা আগে উড়ি যায়। রাধাকৃষ্ণ তাহা দেখি,কৌতুকে মিলিয়া অখি, হাসে সবে আনন্দ হিয়ায়ণ। হাসে কোলাহল রসে, সব সখীগণ হাসে, “হেনকালে কৈতবী শ্ৰীহরি। হীন দানে পাশা মারে, হাঁসি কৃষ্ণ ডাকি ৰলে, জিনি লাম দেখহ বিচারি। তাহ শুনি সনয়নী, দান পেলে মনে ll >> ll,
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।