গোবিন্দ লীলামৃত। - RSనా পড়িল চৌপঞ্চ নাম, হরৰিত কুন্দল তা কহে । কৃষ্ণ জয় লেগ পায়ে, মহা মহোৎসুক হৈয়ে, অতি গৰ্ব্ব বাণী প্রকাশয়ে । নয়নযুগল আর, কপোল যুগলে ভাল, কুচযুগ দন্ত বাস মুখে নিজাধর ওষ্ঠ" দিয়া, এই অঙ্গ পরশিয়া, নিজ পণ লও তুমি সুখে । রাধিকার দশ দান, আছে কুন্দলত স্থান,ললি তা ক হয়ে তাহ জানি। চৌরঞ্চ তোমার দান, শুন কৃষ্ণ মনোমান কুন্দলত স্থানে লও তুমি । তবে যে রহিল এক, পাছে হবে পরতেক, কোন দানে শোধ দিব তায় । শুনি হাসে সখীগণ, কুন্দলত আনমন, এইমত নানা রঙ্গ হয়। শুনি কুন্দলত বলে, ললিত কপোল মুলে, সে দান রাখিয়া আছি আমি। শুন কৃষ্ণ যত্ব করি, আপন অধর ধরি, নিজ পণ লও বলে তুমি । শুনি কুন্দলতা বাণী,হরষিত ব্রজমণি, ললিতা চুম্বন মুখী হৈলা । হেনকালে হাসি ধনী, সুদর্শ বামঞ্চ বাণী, কহিয়া পাশাটা পেলাইলা ৷৷ শুনি কৃষ্ণ ছল করি,যে আজ্ঞা তোমার বলি,বাম গণ্ডেললিতা দংশয়। বিমুখী ললিতা অতি,সেই কুন্দলত প্রতি ক্রোধিত হইয়া অতিশয়। তবে কৃষ্ণরাই প্রতি, কহেন আনন্দ মতি, খেলাতে জিনিল দেও পণ । এত কহি নিজ মুখে, ধরি রাই মুখ সুখে, অতিশয় করেন চুম্বন ৷ চঞ্চল নয়ন ধনী, ভৎসে গদ২ বাণী,সম্মিত রোদন মিশ্র তাতে । কুটিল ভুরুর ভঙ্গী,কৃষ্ণ তাহ দেখি রঙ্গী,নিবারে ধনী কৃষ্ণ কর হাতেllনানা নপ্রবন্ধ করি, পাশা খেলি শ্ৰীহরি, পরম প্রেরস করি সঙ্গে হাসপরিহাস রসে,অমৃত সাগরে ভাসে,এমছনন্দনকহে রঙ্গে। এইৰূপে কৃষ্ণ পাশা খেলে প্রিয় সহে। স্থল্মকীর শারী আইলা হেনই সময়ে ৷ আসি কহে জটিলার আগমন হৈল । জটিলার নামে সবে শঙ্ক। বহু পাইল । নবাভিধ কুঞ্জে সবে '
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।