२९● গোবিন্দ লীলামৃত । শীঘ্ৰ চলি আইলা । কুন্দলত সেইখানে গোবিন্দ রাখিল । রাই লয়ে আইলা সূৰ্য্যমন্দির ভিতরে পশ্চাৎ আসিয়া তথা জটিল উত্তরে। আসি কুন্দল তা প্রতি কহে ব্যাজ কেনে । কুন্দলতা কহে বিপ্র না মিলে এখানে। সবে এক বিপ্র প্রাতে যুবতীর গণ করিয়া লইয়া গেল। তারে নিমন্ত্রণ। গৰ্গ শিষ্য এক আইলা মথুরা হইতে। বিশ্বশৰ্ম্ম নাম সূৰ্য্য পুজার পণ্ডি তে। কৃষ্ণ বাক্যে কৃষ্ণ সনে বনে ধেনু পালে। শুমকুণ্ডে আইলা সবে স্নান করিবারে । প্রার্থনা করিয়া তারে আনিবার কালে । বটু তারেকটু কহি আসিতে নদিলে ॥ তোমার কটুত কথাপথে শুনাইল। এইত কারণে বিপ্ৰ এথ। না আইল ॥বৃদ্ধ৷ কহে এবে তেহো আছে কোন স্থানে। কুন্দলত কহে ফিরে শ্বামকুণ্ডবনে ॥ পুনঃ বৃদ্ধ কহে যায়ে আন যত্ন করি । তেহে। কহে না আইসে ভুয় দোষ বলি । তবে বৃদ্ধ যত্ন করি ধনিষ্ঠারে বলে এক না তাইসে তবে আনহ দোহারে। মিষ্টান্ন ভোজন বহু দক্ষিণ সহিয়া। আনহ তাহারে মধু মঙ্গলে লইয়। এইৰূপে বৃদ্ধ যদি দুই তিনবার। যত্ব করি কহিলেন বটু আনি বার । শুনিয়া ধনিষ্ঠ শীঘ্ৰ গমন করিলা । ব্রহ্মবেশে বেদ মুক্তি কৃষ্ণ লয়ে আইলা । বটু সঙ্গে করি যদি গোবিন্দ আইল। বৃদ্ধ মান্য পূজা তার অনেক করিলা। তিহো তারে আশীববাদ অনেক করিল। পুত্রবধূ ধেনুগণ মঙ্গল কহিল । পুজ রম্ভে কৃষ্ণ তবে পুছে বৃদ্ধ স্থানে । কি নাম বধূর তাহ কহত আপনে । বৃদ্ধ কছুে রাধা নাম বিখ্যাত ইহার । শুনি কৃষ্ণ মনে অতি হৈল চমৎকার ৷ কৃষ্ণ কহে এহে হয় সেই গুণবতী । যাহার সতীত্ব যশ ভূবনে খেয়াতি ।। মথুরা নগরে শুনি গুণ গ্রামযার । ধন্য তুমি বৃদ্ধ হেন বধূ সে তোমার এত কহিরাই
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।