গোবিন্দ লীলামৃত । २२> প্রতি কহেন মুরারি । শিরাবৃত বস্ত্রে মিত্রপুজা নাহি করি। কুন্দলত রাই শিরের বস্ত্র নামাইলা । শোভ। দেখি কৃষ্ণ অঙ্গে পুলকে ভরিলা1া কহে নারী না পরশি যজ্ঞিক লাগিয়া। বরণ করহ আমা কুশ্নাগ্র ছুইয়া । জগত মঙ্গল গোত্র মোর উচ্চারহ শুচি বিপ্রবর শুচি পুনৰ্ব্বার কহ ॥ তুমি বিশ্বশৰ্ম্ম পুরোহিত যে আমার । মিত্রপূজা কাযে কৈন্তু বরণ তোমার। তবে কহ ভাস্বং অতুলি অন্ধকার। অনুরাগী লাগি তাহ করহ সং হার । আগে মিত্র পদ্মিনীর সুবান্ধৰ তুমি তোমার চরণদ্বয়ে প্ৰণমিয়ে আমি । এই স্ত্রে পাদ্য অঘ আচমনী দিয়া ! নম স্কার কর নমো মিত্রায় বলিয়া । তবে কহ গেীরাংশুক তব পুজাচার। পূর্ণ কর যাহা আমি অভিলাষ করি। স্বস্তি বেদ পাঠ করে সে মধুমঙ্গলে । পুজ। পুর্ণ দিয়ারাই প্রতি কিছুবলে গোপতি যজ্ঞের পূর্ণ হইল তোমার। নিজ গোত্র পুরোহিতে অপণা বিচার। অামাকে ত গোধনাদি দেহ বহু করি । এত শুনি বৃদ্ধ আনি দিব্য পাত্রে ভর। রাধিকার স্বর্ণাঙ্গুরী নৈবে দ্যের সঙ্গে । আনন্দে দক্ষিণ দিলা কৃষ্ণ বহু রঙ্গে !! বৃদ্ধ ভক্তি দেখি কৃষ্ণ কহেন হাসিয়া । কি কায নৈবেদ্য স্বর্ণ অঙ্গরী লইয়া। একান্ত বৈষ্ণব আমি অন্য দেব শেষ । ভক্ষণ ন করি ইহ জানিহ বিশেষ। শুক্ল বৃত্তি করি অন্য বর্ণনা করয়ে গৰ্গমুনির শিষ্য আমি সৰ্ব্বজ্ঞ হইয়ে। জ্যোতিস সামুদ্রক আমি জানিয়ে সকল ! ব্রজবাসী প্রীতি মোর দক্ষিণ কেবল ৷ তবেত জটিল গুণ শুনিয়া তাgার। কুন্দলতার কর্ণে লাগি পু ছয়ে বিচার । তবে কুন্দলত আসি কহে কৃষ্ণ কাছে। বধূ হস্ত দেখি ফল বল বৃদ্ধ যাচে ৷ কৃষ্ণ কহে । আমি কভু যুবতীর অঙ্গ দর্শন না করি এই আছয়ে নিৰ্ব্বন্ধ। তথাপিহ,
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।