२२७ গোবিন্দ লীলামৃত I সব সখীগণ যদি কৃষ্ণ লাগি পাইলা । আপন স্বভাব সবে, প্রকাশ করিল। শৃঙ্গ দল বেণ, বীণা সব সখা লৈল । নানান লাবণ্য বেশে কৃষ্ণসেবা কৈল। সালাপামুলাপ কেহ প্ৰলাপ করয়ে। কেহ বিপ্ৰলাপ করে সংলাপাদি ময়ে । কেহ সুপ্ৰ লাপ করে কেহ বিলপয়ে । কেহ অপলাপ করে আনন্দ হৃদয়ে অস্পষ্ট কহয়ে কেহ নিরস্ত ভাষিতে । কেহ মিথ্যা কহে অন্যে প্রিয় সত্ত্বরিতে। উপালম্ভ কহে কেহ উৎকণ্ঠ বচন । কেহ স্তুতি গৰ্ব্ব করে কেহত নিন্দন। গৃঢ় বাক্য পরিহাসে কহে অন্য জন। কেহ প্রহেলিকা কহে সুন্দর বচন। কেহ চিত্র বাক্য কহে সমস্যাদি দান। কেহত সমস্যা পুরে দিয়েত প্রমাণ ॥ এইৰূপে সখীগণ হাসয়ে হাসায়। দেখি কৃষ্ণ বলরাম অতি সুখ পায় ৷ শ্ৰীমধুমঙ্গল নিজ উত্তরী বসনে। নৈবেদ্য বান্ধিয়া রাখে করিয়া গোপনে! যেন চৌর্য্য ধন কেহ রাখে যত্ন করি । দেখি প্রশ্ন করে রাম অতি কুতূহলী কহ বট,তোমার বসনে কিবা হয়ে । বট কহে দিবাকর নৈবেদ্য আছয়ে। পুনঃ পুছে বলরাম পাইলা কোন স্থানে। বট কহে দিল মোরে সব যজ মানে ॥ পুনঃ হাসি রামপুছে কোন যজমান। বট কহে সব ব্রজ কত নিৰ নাম। আজি শুভবার হয় সূর্য্যের বাসর। পূজাকরি কত জন পাইল কত বর lা পুনঃ রাম কহে খেলি দেখি কিবা হয়ে । বট কহে লুভি সখী খুলিতে নারিয়ে। সখীগণে কিছু দেহ পুনঃ রাম কহে । আপনেহ কিছু খাও এই বিধি হয়ে । বট কহে ইহা আমি দিতে না পারিয়ে । আপনি খাইব ইহা ক্ষুধা বহু হয়ে । রাম কহে কাঢ়ি লঞা খাইব সবাই । বট কহে তারে মোর তৃণ জ্ঞান নাই ! তোমারেহ তৃণজ্ঞান না করিয়ে আমি ! সৰ্ব্ব বর্ণ শ্রেষ্ঠ আমি বিচারিলে জানি ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।