পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७० গোবিন্দ লীলামৃত। নিৰ্ব্বিকার সুন্দর শরীরে । অনন্ত নিকুঞ্জ স্থানে, প্রকাশয়ে সুখ ধামে,নিতুই বসন্ত সেবা করে। সখী সনে প্রীতকর, কুন্দ সম দন্তধর, মুখাম্ব জে সুধাময় হাস। আমারে করুণা কর, শুন আয়ে যুরহর; কৃপাদৃষ্টে কর পরকাশ ॥ দিনান্তে নিশান্ত বনে, কর গমনাগমনে, বিভাৰয়ে মহান্তের গণে। দুষ্টে কাল ৰূপ তুমি, শিষ্ট শান্ত শীত ভূমি, স্থতি করি তোমার চরণে । সুধেনু সুৰেণ শীল, সুশান্ত সুকান্ত নীল, সুকেশ সুৰেশ মনে হরে। সুবেশ সুচিত্র নাট, সুমিত্র সহিতে ঠাট, প্রণাম করিয়ে মহীতলে ৷ অঘারি মুরারি ধীর, বক অঁরি মহাবীর, ইন্দ্র গৰ্ব্ব কৈলে তুমি চর গিরিধর বরষারে,নিদানে শঙ্কর তারে,আপার বিহারে নাহি ওর। প্রবীণ অসুর মার, গষ্ঠী মহিমাধর, প্রতি ষ্ঠাতে ভরল ভূবন দেবগণে সৃষ্টি সার, বলিষ্ঠ ধনিষ্ঠ,আর, গুণ গণেকে করুগণন।াগরীষ্ঠে সুমেরু সম,পট হৈতে পটুতম,সূচ রিত্র তীর্থ পবিত্রায় ৷ খলারি ছেদক হরি, ভবান্ধি তারণ তরী, সজ্জন হৃদয় সুখময় ৷ নাশ সব দ্বেষীগণ, সুমিত্র প্রণত জন, বিচিত্র প্রভাব কেবাজানে। গোধন চারণ রঙ্গী, সুমিত্র করিয়া সঙ্গী, নানা লীলা করহ সৃজনে ॥ত্ৰৈলোক্য রাখতে মন, খল কৈলা বিধৃংসন, কৃপাদৃষ্টি কর আমা প্রতি। এই ৰূপে দেবগণ করে নানা স্তবন,শুনি কৃষ্ণ সুখ পাইল অতি। কৃপাদৃষ্টি কৈলা তারে, দেখি সবে ভূমে পড়ে, প্রণাম করিয়া দেবগণ। এযছু নন্দন ভণি, লীলার সঙ্কোচ জানি, লুকাইয়া করে দরশন। দেবগণের স্তুতি শুনি যত সখাগণে । পরিহাস করে সবে অতি ক্ৰষ মনে ॥ ব্রজেশ্বর পুর্কসেলা কৈল নারায়ণে । তেহে। নিজ বল দিল গোবিদের স্থানে। সেই বলে ক্লষ্ণ এথা অসুর যারয় কৃষ্ণ মাইলবল মুট দেবগণে কয়। এইৰূপেহাসি সৰ্থ