পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ . গোবিন্দ লীলামৃত । যাতে অমৃত বিলাস নাম বটক হইল। কৃষ্ণ প্রীতি লাগি ধনী ইহা বনাইল ৷ নানানুপায়স করি রাধ। সুবদনী । আপ নার বুদ্ধে কৈল বটক যোজনি । অমৃত নিন্দয়ে কৃষ্ণ ভূষিত যাহারে । এই লাগি রাই নিজ হস্তে সজ করে। গোকুলে প্ৰ সিদ্ধা এই সব প্রীত করে। মধুপান প্রায় কৃষ্ণ ভোজন আচরে লবঙ্গ কপুর মরিচ শকরা নিচয়ে নারিকেল শাঁস আর ক্ষীর সরময়ে। আশ্চৰ্য্য ইহার স্বাদু অমৃত নিন্দয়ে। চিনি পাকে কৈলা গঙ্গাজল লাড়, হয়ে ৷ কপূর মরিচ আর লবঙ্গ শর্করা। নারিকেল শাঁস ক্ষীর সরেত ধরিলা ৷ মৃদু লাজা দুগ্ধ সব একত্র করিল । শরপুপী নাম হৈল চিনি পাকে কৈল । তবে স্নান কৈল ধনী বৃষভানু সুত । অরুণ বসন ধরে চন্দনে চচ্চিতা 1ললাটে সিন্দর শোভে তিলক চিত্রিতা মৃগমদবিন্দ, ধরে চিবুকে ললিত। বদ্ধবেণী সুমলিনী তাম্বল বদনী । কুসু ম চিকুর ধনী নাসা অগ্ৰে মণি। নীবি সুসূত্ৰিণী আর কজ্জল নয়নী। কুসুম উত্তংশ করে লীলা পদ্ম ধনী। পদদ্বয়ে যাবক শোভরে মনোরম ৷ ষোড়শ সিঙ্গার এই অত্যন্ত সুসমা । দিব্য চড়ামণি শোভে ললাট উপরে। নীলমণি বলয়াদ শোভে দুই করে । শ্রবণে চক্রিকা শোভে শলাকা সহিতে। সুবৰ্ণ কুণ্ডল কাঞ্চ কঙ্কণ শোভিতে। মঞ্জীর কটক পাদাঙ্গী মনোরম ৷ পদক অঙ্গদ গ্রীব দোলনি রতন। মণিহার মুদ্রি কাদি নানা আভরণ। ধরিয়া লইলা রাই কৃষ্ণ তৃষ্ণ মন । সখী গণ তৈছে স্নান ভূষা আদি পরি। চন্দ্রশাল অটালিকা আরে। হণ করি । গোবিন্দtগমন পথে নয়ন ধরিলা । কৃষ্ণ দরশন লাগি উৎকণ্ঠ বাঢ়িলা ৷ কৃষ্ণ মেঘ আগমন সময় জানিয়া । বল্লবী চাতকগণ হরষিত হৈয়া চন্দ্রশাল জলরন্ধে চঞ্চ,নেত্র