之いこ8 গোবিন্দ লীলা মৃত । নানা পরিহাস কথা কহিতে শুনিতে । ব্রজের নিকট বন আই ল। ত্বরিতে। নদী ধারে পরিসর স্থান মনোহর। তাহ বেণ, শব্দে রাখে গোধন সকল । ঘূথেং ধেনু সব পৃথক করিয়া । জলপান করাইল। আনন্দিত হৈয়। নানা রঙ্গ মণিমালা নিজ হৃদি মাঝে। তাতে কৃষ্ণ ধেণ,গণ যুথ পর নিজে ॥ সংখ্যা পুর্ণ হয় যদি তবে সুখ পায়। সংখ্যা স্থানে বেণ, শব্দে তারে আকৰ্ষয়। ধেণ, সঙ্গে কৃষ্ণ নিজ সহচর লৈয়া গোকুলে চলি লা সবে ৰেণ বাজাইয়। যথ1 রাগঃ । গোধূলি ধূম্বর গায়; বন্য গুঞ্জামালা তায়, চঞ্চল অলকা পিচ্ছ কেশ । দল যষ্টি শৃঙ্গ বেণ, সৰ্ব্বত্র লাগিল রেণ, অদভুত সবে গোপ বেশ । আইসে কৃষ্ণ গোকুল ভুবনে । সখীগণ করি সঙ্গে, অনেক করিলা রঙ্গে, আগে করি সব ধেনু গণে ॥ ধ্রু । কৃষ্ণের নয়ন জোর, বিপুল শ্রবণ ওর, তাহাতে চাপল্য অরুণিম। মনোহর পদ্ম তাতে, যাহাতে যুবতী মাতে, সে শোভার নাহিক উপমা । ত্ৰিমণ করিতে ৰন, তাতে হই য়াছে শ্রম, অঙ্গ কাস্থ্যামৃত বরিষণে । সিক্ত কৈলা সৰ্ব্ব জন, নয়ন চকোরগণ, তৃপ্ত হৈয় তাহ করে পানে । মুখাজ মাধুরী সীমা, তাতে শ্রম জলকণা, গণ্ডে নাচে মকর কুণ্ডল । মুখে হাস্যামৃত লেশ, ভুলায় গোকুল দেশ, কুন্দকুলে ভরে ব্রজ স্থল ৷ বংশীধূনি সুমাধুরী, ঘুরায়ে গোকুল নারী, ব্রজ সিঞ্চে অমৃতের কণা। আপন বিচ্ছেদানলে, পোড়াইল ব্রজস্থলে, দেখি হৈল অনেক করুণ11৷ কৃষ্ণ জলধর মালা, বরিষয়ে সুধা ধারা, দশদিশে মুরলীর গান। শুনি সব ব্ৰজবাসী, অrনন্দ সাগরে ভাসি, সুধ রসে করিল। মিনান ৷ কৃষ্ণ আগমন রাজ, সখী সেনাপতি সাজ, শৃঙ্গ বংশী কোলাহল কৈল । সরভী
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।