পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミいこ○ (शाबिन जीनोभूङ । দেখে গোবিন্দ বদন । তা সবার মুখ কৃষ্ণ পদ্ম করি মানে । অতি লেভি হৈল কৃষ্ণ তাহার দর্শনে। লজ্জ বলবতী বায়ু, জমজেং নেত্রভৃঙ্গ পড়ে যাঞ্চ সে মুখ পমেন্তে। কৃষ্ণ মুখ পদ্ম দেখি যন্ত গোপীগণে নয়ন জুড়াঞ1রহে আনন্দ ভকনে কৃষ্ণ অঙ্গ সঙ্গ বায়, পরশ পাইল। তাহার পরশে গোপীর অঙ্গ জুড়াইল । কৃষ্ণ অঙ্গ পরিমলে নাস আনন্দিতা। বংশী নাদ হয়ে সৰ শ্রবণনান্দিত। সেই বংশীধৃনি সুধা আস্বাদ করিতে। জিহ্বার পুষ্টিত হৈল মাধুর্য্য সহিতে। এইৰূপে পঞ্চেন্দ্রিয় সব গোপীগণে । পুষ্টত করিল কৃষ্ণচন্দ্র আগমনে। রাধিক। আ পাঙ্গ মন্দ বিলোকন বাণে । ঐছন হইল কৃষ্ণ বিদ্ধ মৰ্ম্মস্থানে।অন্যাঙ্গনা শ্রেণী কত কটাক্ষ করয়ে। তৈছন ব্যা কুল কৃষ্ণ তাহাতে না হয়ে। রাধিকার মুখচন্দ্র হাস্যামৃত রসে যত সুখ পান ক্লঞ্চ দরশ বিশেষে ॥অন্যাঙ্গন মুখচন্দ্রে হাস্যা মৃ ত ঝরে । তত সুখ কৃষ্ণ চিত্তে উদয় না করে । গোধন লইয়। কৃষ্ণ গোকুল প্রবেশে। গোপাঙ্গন সৰ্ব্বেন্দ্রিয় হরয়ে বিশেষে।। অথ ব্রজেশ্বর আর ব্রজেশ্বরী মাত দেখিল। অইলা কৃষ্ণ মঙ্গল বনিতা। জীবনের প্রাণ যেন গিয়াছিল দূরে। ভিছে। আইল নিধিপ্রায় করি করে কোলে । চুম্বন করয়ে ৰহু হৃদয়ে ধরয়ে। কভু কৃষ্ণ মুখপদ্ম আনন্দে হেরয়ে । ঘ্ৰাণ লয়ে কহু কৃষ্ণ মন্তক উপরে। এইৰূপ মাতা পিতা লালে গোবিন্দেরে । কৃষ্ণ চূড় শিখি পিচ্ছ অলকাদিগণে । গোধূলী লাগিয়া আছে সুন্দর বদনে ॥ মাতা পিতা নিজ বস্ত্র অঞ্চল লইয়া। দূর করে সেই থুলী তাহতে পুছিয়া ৷ স্তনে দুগ্ধ শ্ৰবে চক্ষু নীর বরিমণে । তাঁহাতে করিলা ক্লষ্ণ অঙ্গ প্রক্ষালনে এইমত পিতা মাত আনন্দিত হৈয় । লালয়ে গোবিন্দ তন্তু স্নেহময় হিয়৷ ৷