পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত t * 24 পিতা আদি লোক কৃষ্ণে মিলন করিলা । প্রভাতে যেমন তেন এখনি হইলা ৷ কিন্তু প্রাতে দেখি কৃষ্ণ বিচ্ছেদের ভয়ে। সন্ধ্যা র মিলনে হয় সৰ্ব্বানন্দ ময়ে । গোজাল সম্ভাল কৈলা গবালয়ে লঞা। অস্তাচলে যৈছে সূৰ্য্য প্রবেশয়ে যাঞ যতেক বকনা গাভী পৃথক আলয়ে। দেবর্যি ভিন্ন রাখে যত গাভীচয়ে । নবীন প্রসূত গাভী আর. ঋতুগণে । তাহ ভিন্নং রাখে লঞা অন্য স্থানে । বৃষগণ ভিন্ন রাখে বৎসতর আর। যগুগণ ভিন্ন রাখে মহিষ অপার । এই ৰূপে কৃষ্ণ ধেনু লালন করয়ে f গো দোহন করাইতে ইচ্ছা বহু হয়ে ৷ তবে মাতা পিতা পুনঃ পুনঃ যত্নকরি । কহে ব্ৰজেশ্বর অতি স্নেহ চিত্ত ভরি । ক্ষণেক বিশ্রাম করু সব ধেনুগণ । বৎস গণ দুগ্ধ পান করু একক্ষণ ! আমি এইখানে আছি গোগণ লইয়া গো দোহন করাইব ক্ষণেক রহিয়া ৷ অরণ্য ভ্রমণে শ্রান্ত হইয়াছ দোহে । গৃহেরে গমন কর মাতাদি আলয়ে। স্নান করে রসালাদি ভোজন করিয়া । তবে সে আসিবে এথা সুস্নিগ্ধ হইয়া। কৃষ্ণ আকর্ষণ করি বট কহে বাণী ! ক্ষুধা তৃষ্ণ পীড়া করে দুঃখ পাই, আমি ৷ চল কৃষ্ণ গৃহে যাই ভোজন করিয়া। প্রাণ রক্ষা করি আগে স্নিগ্ধ জল খাএs l৷ ব্ৰজেশ্বরী গ্ররোহিণী আগ্রহ করিলা । পুনঃ পুনঃ ব্রজেশ্বরী কহিতে ল। গিলা । তবে সখা সঙ্গে চলে কৃষ্ণ নিজালয়ে। অগ্রজ সহিতে আইসে আনন্দ হৃদয়ে। তবে কৃষ্ণ- সখাগণের যত মাতাগণ । পথে ব্রজেশ্বরী স্থানে করিয়৷ সাধন ৷ নিজ২ পুত্ৰ সবে লয়ে গেল ঘরে। অনিচ্ছাতে গেল সবে আপন মন্দিরে। এথা ব্রজে শ্বরী রাম কৃষ্ণ লয়ে আইলা । বটুকেহ যত্ন করি সঙ্গেতে আনি ল৷ ৷ তবেতরোহিণী নিজ পদ প্রক্ষালিলা । 'অতুলাকে লঞ