さ○ァ গোবিন্দ লীলামৃত । সঙ্গে রন্ধনে চলিলা ৷ কৃষ্ণচন্দ্র আইলা যদি গোকুল নগরে । ব্রজের বিরহ তাপ সব গেল দূরে। দর্শন ৰিচ্ছেদ আৰ্ত্ত চিত্ত৷ বিষ্ম হৈয়। রাধিকাদি গৃহে গেল। সখীগণ লঞা৷ ব্ৰজ জন সব যদি পুনঃ কৃষ্ণ পাইলা । অপুত্ৰক গৃহে যেন পুএ উপ জিলা ৷ কিম্ব অধনীর গৃহে হেম বৃষ্টি হৈল । কিম্ব দাবানলে যেন সুধা বরিষিলা । আচম্বিতে এই সব হৈলে যৈছে সুখ । তৈছে সুখ কৃষ্ণ পায়ে যত ব্ৰজলোক । অপরাহ্ন লীলা কৈল ংক্ষেপ কথন । ইহা যেই শুনে পায় কৃষ্ণ প্রেমধন ৷৷ গোবিন্দ চরিতামৃত শুন তর্ক ছাড়ি । অপূৰ্ব্বং কথ। পরম মাধুরী। রাধাকৃষ্ণ পাদপদ্ম সেবা অভিলাষে । এযদুনন্দন কহে জপরাষ্ট্র বিলাসে । ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে অপরাহ্ন লীলা বর্ণন" নাম উনবিংশতি স্বৰ্গঃ ।।১৯।। তথাহি । সায়ং রাধ স্বসখ্য নিজ রমণ কৃতে প্রেষি তানেক ভোজ্জাং, সখ্যানীতেশ শেষাশন মূদিত হৃদখতাঞ্চ তঞ্চ ব্রজেন্দুখ সুমাতং রম্যবেশং গৃহমনু জননী লালিতং প্রাপ্ত গোষ্ঠখ, নিবৃঢ়োসালি দেহৎ স্বগৃহ মনু পুনভুক্তবস্তং স্মরামি। জয়২ খ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ৷ জয় নিত্যানন্দ প্রাণ অদ্বৈতের বন্ধু । জয় সনাতন প্রিয় ৰূপ প্রাণ জয় । হেন কৃপা করযেন তোমাতে মতি হয় ৷ ‘দারুণ সংসার সিন্ধু বিষানল ময় ইহারে ধরিলে ধড়ে প্রাণ কোথা রয়। তোমাকেহ পাস রায় হেন সে দুরন্ত। আমি আমি কহি যাতে হয় ভববন্ধ ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।