পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8a গোৱিন্দ লীলামৃত । গণে ভিন্নং কৈল নব্য মৃত্তিক ভাজনে । পৃথক বসনে তাহ আচ্ছাদন কৈল । দিব্য বারকোষে লঞা সে সব ধরিলা । তাহার উপরে শুক্লবাসে আচ্ছাদিল । কস্তুর তুলসী দিয়া তাহা পাঠাইলা ৷ তাম্বল বাঢ়িক দিল ধনিঠিক করে। স ঙ্কেত কুঞ্জের কথা কহিল তাহারে । তার সব সেই দ্রব্য লইয়া আইল ৷ ব্ৰজেশ্বরী কাছে লঞ সমৰ্পণ কৈলা ৷ দ্রব্য দেখি ব্ৰজেশ্বরী মহাসুখ পাইল। ব্রজেশ্বরী তাঙ্গ ভিন্ন ভিন্ন পারে কৈল। নিজালয়ে যে যে দ্রব্য কৈল ব্রজেশ্বরী । বিষ্ণু সেবা লাগি রাখে ভিন্ন পাত্রে ধরি। বিপ্ৰ স্থানে সেই দ্রব্য ধরিয়া রাখিলা ৷ শাল গ্রাম সেবা লাগি আগেই ধরিল । ওথ। কৃষ্ণ চন্দ্র অঙ্গ ক্ষালন করিলা মদনোদ্বর্তন স্নান মাৰ্জ্জনাদি হৈলা সূক্ষ্ম শুক্ল নববাস পূরিধানকৈল। তবে কেশ সংস্কার তিলক রচিল। তবে অঙ্গে চতুঃসম করিলা লেপন। দিব্যমালা গলে দিল রত্ন বিভূষণ ॥এই সব সেবা কৈল দাসগণ মেলি আসনে বসিয়া করে সুভোজন কেলি। ক্রমে মাত পরিবেশে রসালাদি করি। নারিকেল আদি ফল হরিষে,আহরি। পীযুষগ্ৰন্থি কপুরকেলি অমূলকেলি নাম । বটক লৰ্ড ডকাদি নান বিবিধ বিধান। হাসয়ে সায় মধুমঙ্গল সহিতে নানা পরি হাস করি সুখ পাঞ চিত্তে ৷ ভোজন করিয়া কৈল স্নিগ্ধ জল পান । আচমন করি কৈলা শয্যাতে বিশ্রাম। দাসগণে সেবে তাহা তাম্বল বীজনে । এমতি ক্ষণেক কৃষ্ণ করিলা বিশ্রামে। তবে সখীগণ সঙ্গে গো দোহনু কাযে । গোশাল গমন কৈলা শ্বাম রসরাজে। কৃষ্ণভুক্ত শেষ দ্রয্য ধনিষ্ঠ লইয়া 1রাই স্থানে পাঠায়েন গোপন করিয়া ৷ নিজ সখী গুণমালা দ্বারে নিতি২ পাঠায়েন রাই স্থানে অতি হৃষ্টমতি ॥ ঐরাধিক তাহ পাঞ