গোবিন্দ লীলামৃত l קצ য়া গোপিত ৷ শ্ৰীৰূপ মঞ্জরী দিল রাধিকার করে । তাহ। পাঞরাই সুখি তার মুখ হেরে। চৰ্ব্বিত তাম্বল ছিল শয্যা র সমীপে । গুণ মঞ্জরীক সখি লইল নিভৃতে ভিক্ষণ করিল। সবে আনন্দিত হঞা । এইৰূপে মুখে মগ্ন হৈল তার হিয়া । কুকুম চন্দন পঙ্ক আর পুষ্প মালা। শয্যাতে পড়িল যেই লইল মঞ্জলা। তাই আনি দিল সেই প্রতি সখি অঙ্গে। এই মত্ত কুঞ্জ দ্বারে সবে আইলা রঙ্গে। মেঘাম্বর দেখি সবে কৃষ্ণের শরীরে । পীতাম্বর দেখে রাধা বিনোদিনী ধরে । অন্যান্যে হাসে হন্তে আচ্ছাদিয়া মুখ। চঞ্চল চাক্ষর ভঙ্গ কথা রস সুখ সখী পরিহাস ভঙ্গী দেখ রাধাকৃষ্ণ, অন্যান্য প্রফুল্লমুখ দেখি নেত্ৰ ভূষ্ণ উছলিল প্রেম সুখ সমুদ্র তরঙ্গ নিমগন ভেল দুহু হর্ষ স্তব্ধ অঙ্গ ॥ঘনশ্বামবৰ্ণ কৃষ্ণের সূক্ষ্ম নীলবাস । লেখা নাহি যায় অঙ্গ বস্ত্র এক ভাষ ॥গেীর অঙ্গ রাধিকার পীত বস্ত্র চীর। পরিচয় নহে অঙ্গ বস্ত্র ভেল মিল ৷ শঙ্খ মধ্যে দুগ্ধ যৈছে নহে ভিন্ন জ্ঞান ৷ ঐছন দুহুক অঙ্গে বস্ত্র সন্নিধান। রাধা কৃষ্ণ লীলামৃত,আস্বাদ করিতে। বিষ্ম কৈল প্রাতঃকাল অরুণ উদিতে ॥জানিয়া ললিতা সখী নিন্দয়ে অরুণ । না জানয়ে রস কথা ন জানে করুণ ॥পুতি সঙ্গে প্রাতে লীলা করে শ্রেষ্ঠ নারী ভঙ্গ পাপে হৈল পাদ গলিত তাহারি। তথাপিও প্রতি দিন করে রসভঙ্গ ৷ জানিল দুস্ত্যজ্য নিজ স্বভাধ তরঙ্গ। শুনি য়। ললিত দেবীর উপহাস বাণী । কহিতে লাগিল। তবে রাধ। বিনোদিনী ॥ অরুণে অরুণ দৃষ্টি আকাশে করিয়া। মৃদু মন্দ বাক্য কহে ঈষৎ ম্লাসিয়৷ পদ হীন তথাপিহ আকাশ লংঘিয়া। উদয় করয়ে অতি প্রভাতে আসিয়া ৷ দুই উরু অরু
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।