গোবিন্দ লীলামৃত। ९8 9 গোষ্ঠি ক্ষণেক করিলা । বন্ধুলোকগণ সব গৃহেরে চলিল । কৃষ্ণ ছাড়ি যাইতে কারে ইচ্ছ। নাহি হয়। মনেন্দ্রিয় কৃষ্ণ পাশে রাখি সৰ যায়। অথ। সে রন্ধন গৃহে প্রস্তুত হইল । ভোজন কারণে ভবে সব বোলাইল। ভ্রাতৃপুত্ৰ সুভদ্রাদি নিতি আহ্বানয়ে। কৃষ্ণ সুখ লাগি তারে সদ নিমন্ত্রয়ে ॥ কোন দিন ব্রজেশ্বর নিজ সহোদরে। ভোজন কারণে তারে নিমন্ত্রণ করে। সেই দিন ব্রজেশ্বরী সব নিমন্ত্রিল। বট দ্বারে তাসবারে আহ্বান করিল। তুঙ্গ পীবরী যাত্রী বকুলদে আর বধূকন্যাগণে আইলা লেখা নাহি তার ৷ সবারে আনিলা বটু দ্বারে ব্রজেশ্বরী। ভোজনে বসিলা পাদ প্রক্ষালন করি। দক্ষি ণে অগ্রজ বামে অনুজ বসিলা । ব্রজেশ্বর মধ্যে রামকৃষ্ণ আগে কৈলা সুভদ্রাদি কৃষ্ণ বামে বসিল ভোজনে। বসিলা বলরামের দক্ষিণে। সুভদ্রের মত হয় তুঙ্গী তার নাম। জন নীত জানে তেহে। পরিবেশন কাম । ব্রজেশ্বরী তাহকেত কহে যত্ব করি। রোহিণীকে কহে তেহে সক্রম আচরি৷ দ্বিজ আগে দেয়াইল তবে নিজ পতি । তবেত দেবরে দেন অতি শুদ্ধমতি। তবে দেয়াইল তেহে সব পুপ্ৰগণে এইরূপে রোহি ণীক করে পরিবেশনে । হেমবৰ্ণ ধতে অন্ন ব্যঞ্জন সিঞ্চি ত । অতি সুচিকণ অতি সৌরভে পুরিত। হেম পাত্ৰ করি গাত্র ধাতুর উপরে । কোমলান্ন ব্যঞ্জনাদি তাতে লৈয়া ধরে ৷ ছয় রস ব্যঞ্জনাদি পরমান্ন বটক ; কোমল বীটিকা পুয়া দিলেন পৃথক । যার যে ব্যঞ্জনগর প্রিয় অতিশয়। জানি ব্রজেশ্বরী রোহিণীকে ইঙ্গিতয় ৷ তারে২ সেই২ ব্যঞ্জন দেয়ায় । হৃষ্ট হঞ তাহ পাঞ। সেই২ খয়ি । ঘনদুগ্ধ শিখরিণী মথিত রস। ল। ঘনদধি বহু সন্ধি তাতে করি মেলা। পকু আমুরস আদি ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।