পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৩ গোবিন্দ লীলামৃত। শয়ন করেন যেন এইখানে খঞা । কহি বিশাখিক অন্ন ব্য গুঞ্জন আনিলা । রাধার ভোজনালয়ে ধরিয়া রাখিলা ৷ তবে রাই শীঘ্ৰ আসি ভোজন আলয়। বৈসে রত্ব পীঠোপরি জান নদ হৃদয় । সঙ্গে সখীৱন্দ হেম ভূঙ্গারেতে পানী। কৃষ্ণভুক্ত শেষ ভুঞ্জে রাধা হংসিমণি । দক্ষিণে ললিতা'বামে বিশাখ। বসিলা । দুষ্ট পাশ্বে বেঢ়ি আসি মগুলি হইল। সখীবৃন্দ সঙ্গে রঙ্গে রাই নিতস্বিনী ভোজন করয়ে নানা রহঃকথা শুনি৷ ক্লষ্ণ ধর শেষরাইকরয়ে ভোজন । সৰ্ব্বাঙ্গে পুলক হয় দেখে সখীগণ এইৰূপে ভোজন কৈলা সখীগণ লৈয় । স্নিগ্ধ জলপান কৈল। হরষিত হৈয়া ! অ চেমন কৈলা রাই সুবর্ণ ডাবরে। দাসীগণ জল দিয়া সেবে সেই স্থলে । রত্বের পালঙ্কে কৈল ক্ষণেক বিশ্রামে। তাম্বল বীজন সেবা করে দাসীগণে ॥ সখীগণ সেইস্থলে করিলা বিশ্রাম। তাম্বল ভক্ষণ কৈল অতি অনুপাম৷ কৃষ্ণদত্ত ৰীড়া আগে তুলসীক দিল । তাহ পাই রাই অঙ্গ পুলকে ভরিল । সে ভাব দেখিয়া সখী করে পরিহাস। তবে তুলস্যাদি যাএল পাইল অবশেষ। সব দাসীগণ গিয়া ভোজন করিল। চব্য পাণ সুধামুখী তাহ,মৰে দিল। এইৰূপে রহে ধনী আনন্দ হিয়ায়ে । গুণীঘৃন্দ নট রঙ্গ দেখিবারে চাহে । তৎকাল যাইয়া সবে উঠে অটালয়ে সেইখানে রহি সব কৌ তুক দেখয়ে। গোবিন্দ দেখিয়া রাই আনন্দে ভাসয়। অভি সার লাগি চিত্তে উৎকণ্ঠিত হয়। গুরুজন জাগে কিবা শয়ন করিল। তাহ দেখিবারে তুলসীরে পাঠাইল । তিঙ্কেণ আসি কহে সবে নিদ্রায় পড়িল ৷ শুনিয়া রাধিক চিত্তে আনন্দ ৰচিলা ৷ দুগ্ধ লাড়, আদি নানা প্রকার পক্সান্ন। রসালাদি করে রাত্রি ভোজন কারণ ॥ সঙ্কেত নিকুঞ্জে ধনী গমন করিতে