পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર8/ গোবিন্দ লীলামৃত। শন। সুখে সেবা করে। তাথে তোমার চরণ। অতঃপর ব্রজে শর বাহিরে আইলা। অগ্রজ অনুজ সহ সভাতে বসিলা ॥ যথ রাগঃ সন্ধ্যার সময়ে রাই, সখীগণ এক ঠাঞি, বেশ করে অভিসার কাযে । সি ত আর আসি ত নিশ, যোগ্য বেশ রচে দিশ, সাজে ধনী মনোহর নিজে ৷ 'বৃন্দাদেবী উপ দেশে, চলিলা মোহন বেশে, যমুনার তীরে সখা সঙ্গে। কপ বৃক্ষ কুঞ্জবন, স্থান অতি মনোরম, পাইলা ধনী কৃষ্ণ সঙ্গ রঙ্গে ৷ গোবিন্দ প্রদোষ কালে, গোপ সভা আসি মিলে, গুণি কলা কৌতুক দেখিল । নানান ফৌতুক দেখি, কৃষ্ণ হৈল মহাসুখী, তা সবারে বহু দান দিলা।। মাতা.অতি যত্ন করি, সভা হৈতে আনে হরি, দুগ্ধ প্লাইয়া শোয়াইলা । ক্ষণেক সুতি য়। কৃষ্ণ, অন্তরে বাঢ়িল তৃষ্ণ, অলক্ষিতে সেই কুঞ্জে গেলা । রাধাকৃষ্ণ দরশন, আনন্দে ভরল মন, নানা ভাব ভরে দুহু গায়! সখী সঙ্গে পরিহাস, রসময় সুবিলাস, স্মরে সেই আপন হিয়ায় । অতঃপর ব্রজেশ্বর বাহিরে আইলা। অগ্রজ অনুজ সহ সভা তে বসিলা । ব্রজ প্রজাগণ যত সবাই মাইল । গুণিবৃন্দ আই লা মহা সমৃদ্ধ হইলা। শ্রেণী মুখ্য লোক আর গুণবৃন্দ যত । সবাই আইলা বিদ্যা বিশারদ কত t বাদক গায়ক আইলা নাটক সহিতে। সুত বংশ ভাটগণ আইলা ত্বরিতে। ব্রজে শ্বর সঙ্গে সবে মিলন করিল। যথাযোগ্য গৌরবাদি সব সঙ্গে কৈলা। প্রণয়ানুগ্রহ করি সন্মানিল সব। গোবিন্দ দর্শনে চিত্ত হএsা গেল লোভ ৷ ব্রজেন্দ্রের মনে কৃষ্ণ ভোজন করিয়া । শয়ন করিলা অতি শ্ৰমযুক্ত হৈয়৷ লোক গণ আইল তাঁর দর্শন লাগিয়া কি বিধি করিব আমি ন বুঝিয়ে ইহা ! হেনই