গোবিন্দ लीलाशृड l *8 సె সয়ুর কৃষ্ণচন্দ্র আচম্বিতে । সখীগণ সঙ্গে আইলা রাজার সভাতে। ব্রজেন্দ্রে । সভা যেন উদয় পৰ্ব্বতে । কৃষ্ণচন্দ্র তাতে যদি হইল। উদিতে। হৃদয় মুদ্র সবার দেখি উছলিল । নয়ন চকোরগণ প্রফুল্ল হইল । রোমোদধি প্রফুল্লত হাস্য’কুম দিনী । প্রফুল্প হইল সব চিন্তানন্দ মানি । অঞ্জলি বন্ধনে কৃষ্ণ বিপ্রে নমস্কার । গুরু জন আদি করি বন্দে ভক্তি করি 11 সব সখীগণে হাস্য মিশালে ঈক্ষণ প্রতিপাল্য গণে করে দয়াবলে। কন। সবারে সম্ভাষ কর সক্তিগণ লৈয় । আসনে বসিলা কৃষ্ণ অতি হৃষ্ট হৈয়া । বেদধ্বনি করে বিপ্র জয় জয় রবে। পূৰ্ব্ব বংশ অনুবাদ পঢ়ে অনুভবে । সেই সেই লীলা গান ". ঠন করয়ে । অতএব বহু বাদ্যে কোলাহল হয়ে ৷ পরম আন ন্দ ধূনি স্তুতি কলকাল । সংগীত করলা যুত সেই ব্রজস্থলী। এইৰূপে ব্রজস্থল ক্লষ্ণ স্তুতি করে । ঘোষ নিজ নাম যাতে মা নয়ে সকলে । তবে ব্রজেশ্বর ভৃত্যগণে ভাজ্ঞা দিলা। লোকের কলকলি সব নিযেধ করিলা । নিজ নিজ স্থানে যত বৈসে যত লোক । গুfণগণে করে যবে ইঙ্গতে অলোক। কলাবিদ সব তবে করে মান লীলা কৌশল করিয়া সৰে প্রকাশ করিলা । ছালিক্যাদি নৃত্যলস্য তাণ্ডব করয়ে। কেহ রাম নৃসিংহাদি ৰূপকাভিনয়ে। লণন। ইন্দ্র জাল সূত্র কেহ সঞ্চারয়ে। এইৰূপ সব লোক হরষি ত হয়ে । কেহ পুণ্য পৌরাণিক কথাহ শুনায় ংশানুবর্ণয়ে কেহ নানা গীত গায় । চতুৰ্ব্বিধ রাদ্য বাজে কৰ্ণ প্রীত যাতে । জন্মাদি.বিরুদাবলী পড়ে বন্দী তাতে । তাহা সবাকারে ব্রজরাজ আজ্ঞা কুরি । বস্ত্ৰ অলঙ্কার দিল সম্ম৷ ন মাচার। যদ্যপিহ গুণিগণ গোবিন্দ দর্শনে । পুর্ব তৃপ্ত হয় মন ধন তৃষ্ণ হীনে। তথাপি লইয়া সবে আচার লাগিয়া ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।