পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇge গোবিন্দ লীলামৃত। কৃষ্ণ মুখচন্দ্র দেখে আনন্দিত হৈয়া। ক্লষ্ণ মুখচন্দ্র সুস্য জ্যোৎস্ন। সুধাময়। পান করে সৰ্ব্ব নেত্র চকোর নিচয়। অশ্রু ধার। ছলে সদা রমণ করয়ে । দুৰূহ প্রেমের গতি তবু তপ্ত নহে ॥ অথ। ব্রজেশ্বরী দাস রক্তক পাঠায় ।ব্ৰজেশ্বরে কহি কৃষ্ণে আনহ এথায় । তবে সে রক্তক আসি কহে ব্ৰজেশ্বরে বুজেশ্বরী চাহে পুত্র দেখবার তরে । তাহ শুনি বুজশ্বর আগ্রহ করিয়৷ ৷ পাঠাইলা গোবিন্দেরে যাত্বিক হইয়া। কৃষ্ণ হাসি সুধা দৃষ্টি সবাকে করিলা । বিক্ষুেদে কাতর লোক স্নিগ্ধ সন্তাষিলা । তবে কৃষ্ণ অাইলা নিজ মাতার মন্দিরে। মিত্র বৃন্দ সঙ্গে আর শ্ৰীমধুমঙ্গলে। চন্দ্রকান্ত মণি বেদী সুন্দর মাজ ন । তাহাতে বসিলা আসি লঞা নিজ জন ৷ কিছু উষ্ণ ঘন দুগ্ধ শকরা কপূরে। মাতা আনি দিল তাহ কৃষ্ণ পান করে। অতি স্নেহে মাতা স্তনে দুগ্ধ শ্রবয় | নয়নে বহয়ে নীর বসন তিতয় । তবে মিত্ৰগণ সবে গেল। নিজ লয়। রোহিণী জননী আসি কৃষ্ণেরে লালয় ৷ শয্যালয়ে আসি কৃষ্ণে করান শয়ন। হলধর গেল। শীঘ্র আপন ভবন! বট যে শয়ন কৈল। যাঞা নিজ স্থানে দাসগণ করে ওথ। গোবিন্দ সেবনে ॥ স্বচ্ছ ন্দ শয়নে যদি কৃষ্ণ নিদ্র। গেল । তবে নিজালয়ে মাত শয়নে চলিলা । গমন সময়ে দাসগণে পুনঃবলে সদাই বিকল চিত্ত কৃষ্ণ স্নেহভরে । বাছা সব এই কাৰ্য্য তোমরা করিবে ! কৃষ্ণ নিদ্রা বাদীগণে সদাই বারিবে। বন বিহরণে আর বৎসাদি চারণে। শ্রান্ত হৈয়া আছে বাছা করিয়া শয়নে। প্রাতঃকালী বধি যৈছে সুখে নিদ্রা যায়। এই কাৰ্য্যে যুক্ত সবে রহিবে সদায়। এত কহি তেহে গেল। শয়ন করিতে। দাসগণ কৃষ্ণ সেবা করে হরষিতে। অথা সে রাধিক নাম্বে অট্টালি হইতে ।