পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । ২৫১ দেখে পূর্ণচন্দ্র শোভা হঞাছে বিদিতে। কৃষ্ণ প্রাপ্তি লাগি তৃষ্ণ বাঢ়িল অন্তর। সঙ্কেত নিকুঞ্জ যাইতে করেন বিচার ॥ সখীগণে ত্বরাকরে বেশাদি করিতে । তবে সখীগণ বেশ ক্লর য়ে ত্বরিতে । জীতি সূক্ষ্ম শুক্লবাম পরিধান কৈলা। কপুর চন্দন পঙ্ক সৰ্ব্বাঙ্গে লেপিলা । মুক্ত অভরণ পরে মল্লিকার মালা। যত্ন করি নুপুর কিঙ্কিণ মূক কৈলা। নিজ সম সখী গণে বেশীদি করিয়া। সঙ্কেত নিকুঞ্জে চলে কৃষ্ণে অন্বেষিয়া। কৃষ্ণপক্ষে যবে ধনী করে অভিসার । শ্বাম বেশ তবে ধনী করে অঙ্গীকার। মৃগমদ লিপ্ত অঙ্গে নীলবাস পরে। কালাগুরু তিলক চিত্রমাল উৎপলে ৷ নীলমণি রত্বগণ অভরণ ধরে। এইরূপে সখী সঙ্গে অভিসার করে । যথা রাগঃ ! দেখিয়া উজোর রাতি, চিত্ত মনমথ মাতি , সঙ্গে সম বয়া ঃসখীগণে কৃষ্ণ অভিসার কযে, চলিলা সঙ্কেত কুঞ্জে, রাধ। সুধামুখী বৃন্দাবনে ॥ সখী tइ (मथ (मथ ब्राहे অভিলার। চন্দের কিরণ তনু, ডবিয়া চলিলা জনু, চিনিতে শকতি হয় কার ॥ ধ্রু। বয়স কিশোরী ধনী, তপত কাঞ্চন জিনি, বরণ বসন সিত সাজে 1.কৃষ্ণ প্রেমভরে ধনী, মন্থর গমন জানি, তাহা হেরি গজ পায়ে লাজে । প্রতি অঙ্গে প্রতি ক্ষণ, প্রতিবিম্ব অনুপম, ঝলকয়ে যেন সৌদামিনী । পদযুগ যtহ ধরে,কত কত রুহ ভরে; হাসিতে খসয়ে মণি জানি । কঙ্কণ ঝঙ্কণ কাষে, মনোমথ পায়ে লাজে,নয়ন ধুনন মনে হরে । যেখানে নয়ন পড়ে, কুবলয় বন ভরে, কটাক্ষে বরিষে কমিশরে । তরু ছায়া যাহা হেরে, লোক অনুমান করে, ভীত হৈয়া মন্দ মন্দ যায় বংশীবট তটস্থলে, সর্থ সব আসি মিলে, ব্ৰজ ভুমি সেবন করয়। হৃদয় কমলেপাররাইর চরণ ধর, '