গোবিন্দ লীলামৃত। SR ণের থাকিত বা যবে । রজনী বলিয়া নাম না থাকিত তবে। মনোরম প্রাতঃকালের শোভ দেখি হরি। পান কৈল রাধি কার বচন মাধুরী। হর্ষ উন্মাদে গোষ্ঠ গমন প্লাসরি। কহিতে লাগিলা কৃষ্ণ রাধা মুখ হেরি। দেখ রাধে প্রাতঃকালে পূৰ্ব্ব দিগ রাগ। অন্য কান্ত সঙ্গে কান্ত কান্ত অনুরাগ। দেখিয়। যেমন হয় অরুণ বয়ান এইমত পুৰ্ব্বদিগ মরুণ সন্ধান। অন্য দিগ সঙ্গ করি সূৰ্য্য আইলা প্রাতে দেখিয়া কষায় ঈষ পুৰ্ব্ব দিগ তাতে। নলিনীর উপহাসে লাজে কুমদিনী । সঙ্কোচ হইল পত্র মুনি অনুমানি। কহয়ে নলিনী শুন অহে কুমদিনী। চন্দ্র ভূয়া কান্ত এবে খাইল বারুণি। পড়িয়া রহিল গিয়া সেই অন্তাচলে । তমোহন্ত শ্রান্ত হৈয়া কাহে ঐছে করে। তমে ক্ষয় চন্দ্রদেখি কোকিল চকিত। পুনঃদেখে পুৰ্ব্বদিগে অরুণ উদিত৷ কুহ শব্দে অমাবস্যা ফুকরয়ে নীত। নিজ বণ অন্ধ কার কুহু এক মিত। রাহু সঙ্গে চন্দ্র সূৰ্য্য গ্রাসের কারণে। ডাকে পিকু কুহু২ তেঞি সে কারণে। আর দেখ বৃক্ষ লতা প্রফুল্লিত হৈল । ইহার কারণ শুন মনে যে লক্টল। নিজ কান্ত বসুন্তকাল সঙ্গু হৈল যবে । আনন্দ পাইল সব তরু লতা তবে কপোত ফুৎকার সহ বমের শীৎকার কহিতে বাঢ়য়ে সুখ কৃষ্ণের অপার। কুমদিনী সঙ্গে অলি রক্ষনী বঞ্চিয় । এভাতে বিলাস চিত্ন অঙ্গেতে করিয়৷ আঁসিয়া করয়ে নতি নলিনীর কোষে । অন্য কান্ত ভূক্ত কান্ত যেন কৈল দোষে। অরুণের ছটা লাগে অরুণ কমলে। দ্বিগুণ অরুণ ভেল দেখ মনোহরে ৷ দেখ চক্রবাকী মনে আনন্দ পাইয়া চঞ্চুতে চুম্বয়ে চক্রবাক অনুমিয়া। কলস্বল্প নাম হংস নিজ হংসী তেজি শব্দ করি
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।