পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○ Sり গোবিন্দ লীলামৃত। কান্তি যেন পাথার নিচয় । পাছে দুই পায়ে সব অঙ্গ ভার হয়। পাছে দুই পদ আছে ক্ৰঞ্চন করিয়া । স্থৰ্য্যকান্তি অঙ্গ নে মাণিক্যে রচিয়া ॥উদ্বুকৰ্ণ উদ্ধতে পুচ্ছশটাতিক পিষ। রত্ব সিংহাসন দেই গোবিন্দে হরিষ। আকাশে উড়িয়া যাবে এমতি দেখিয়ে। চারি কোণে সিংহাসন আশ্চর্য্য শোভয়ে ৷ অষ্ট পত্র পদ্ম তুল্য সেই সিংহাসন । চতুদিগে মণি শোভে কেশরের সম। কণিকার হয়ে রত্ব খট্টার আকার। সুচেল তুলিতে তাহ রচিয়াছে ভাল ৷ মন্দিরের কাছে ছোট রত্নালয় আছে । অষ্ট কপিবৃক্ষ লতা তাতে বেঢ়ি আছে ৷ এইৰূপ অষ্ট দিগে মন্দির বেষ্টিত । কহনে না যায় শোভা উপমা রহিত। লতাযুক্ত কল্পবৃক্ষ তাহার বাহিরে। কুঞ্জগণ আছে যেন মণ্ডলী প্রাকারে । এইৰূপ্লে শ্রীমন্দির বেড়িয়া বেড়িয়া। কুঞ্জের মণ্ডলী আছে দ্বিগুণ করিয়া । দ্বিগুণিত সংখ্যা চারি মণ্ডলী আছয় । অপুৰ্ব্ব তাহার শোভা কহিলে না হয়। তাহার বাহিরে হেম স্থলী মনোরম। শनJइनमब সেই দাপ্ত অনুপম ৷ মৃগপক্ষ গণ রত্ব চিত্রিত তাহাতে। স্ত্রীপুরুষ ভাব উদ্দীপনা হয় যাতে। তাহার বাহিরে হয় কদলীর বন। মণ্ডলী বন্ধনে স্থল করে আব রণ ॥ সফল শীতল পত্র নানা জাতি হয়। সমূল বকুলে সব কপুরাদি ময় । তাহার বাহিরে বেড়া পুষ্পোদান আর। ভিন্ন ভিন্ন পুষ্প বাড়ী বড়ই বিস্তার 1 তাহার বাহিরে বেড়া উপ ৰন হয় । পুষ্প ফল ভরে সেই নম্ৰ হৈয়া রয়। তার মধ্যে বৃন্দাদেবী কুঞ্জ দাসীগণ । সে বা গেহ বহু তাহ নানোপক রণ। বাহিরে২ ক্রমে লতাদি বেষ্টি ত । বৃক্ষতলে ভিন্নং চার যে রচিত ৷ গুবাক মণ্ডলী বন তাহার বাহিরে । হস্ত প্রাপ্য নব ফল গুচ্ছ মনোহরে । হরিদ্বর্ণ রক্তবর্ণ ফল মনোরম। বৃক্ষ