গোবিন্দ লীলামৃত । २५१ কণ্ঠে ফল শোভে সুমণ্ডলী ক্রম। তাহার বাহিরে আছে নারিকেল বন। দেখিতে তাহার শোভা অতি মনোরম ৷ বৃক্ষের কপোলে যেন চারা বান্ধ গেল। এইৰূপে ফলগুচ্ছ শোভিত হইল ৷ কণ্ঠদেশে কেহযেন ভূষণ পরয়ে। এইমত বৃক্ষে নারিকেল ফল হয়ে। যমুনার তট হয় তাহার বাহিরে চাঁপার নিকুঞ্জ আছে তারার উপরে। অশোক কদম্ব আমু পুন্নাগ বকুল। এই আদি করি কুঞ্জে আছয়ে প্রচুর। প্রফুল্ল মাধবীলতা শাখা নমু হৈয়। তীরে নীরে আছে বহু আবৃত হইয়৷ মঞ্ছল বঞ্ছল কুঞ্জ আছয়ে বেষ্টিত। বিবিধ কুসুম কুঞ্জে চৌপাশে শোভিত। ঐরত্ব মন্দির হৈতে যমুনার কুল চারি দিগে চারি পথ সৰ্ব্ব শোভা মূল ॥রত্ন পদ্মপথ সব তার দুই পাশে। প্রফুল্ল বকুলাবলী আচ্ছাদিয়া আছে । মন্দির ঈশান কোণে সদাশিবালয়। গোপেশ্বর নাম করি যার খ্যাতি হয় । তাহার উত্তর দিগে যমুনার ভট। তথাই আছয়ে যার নাম বংশীবট । মণির কৃটিমা আছে কৃষ্ণ যাহে রছি। আকর্ষয়ে গোপু নারী মুরলী বাজাই। যমুনাতৃেজানু উরুদয় কটি জল । স্বনাভি হৃদয় কণ্ঠ সমশির স্থল ৷ কোথাহ অগাধ জল গোবিন্দ আপনে। জলকেলি সুখ করে গোপাঙ্গন সনে। কহ্নার রক্তোৎপল কৈরবাদিগণ পুণ্ডরীক ইন্দীবর অযু রহ বন ক হ্নার সুবর্ণ পক্ষ প্রফুল্ল হইল। পরাগ কুসুম গন্ধে সে জল ভরিল মধুকরগণ গান তাহাতে করয়। মনোজ্ঞ সরসী জল সুশীতল হয় ৷ চক্ৰবাক চক্ৰবাকী মদ পক্ষগণ। শরালিকে যষ্টি আদি সারস উত্তম | হংস হংসীগণ আর খঞ্জন নিচয় শব্দ সুৰি লাস তীর নীরেতে করয়। সূগোকর্ণরোহিষক আর কৃষ্ণসার । অম্বর হরিণী বঙ্ক বিবিধ প্রকার । গন্ধৰ্ব্ব রোহিত আদি যন্ত ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।