গোবিন্দ লীলামৃত । Rの為 যত্ব করি স্থির করিতে নারিল । বন শোভা উদ্দীপনা উৎকণ্ঠ ধনী মন । উচ্চালিত কুৈল চিত্ত ভাব বায়গণ কৃষ্ণ প্রাপ্তি আশা লাগি পড়ে উৎকণ্ঠাতে । পথে তুলা পড়ে বায়ু, চালয়ে যেমতে প্রবেশ করয়ে রাই কুঞ্জের ভিতরে “নান। চিত্র দেখি পুনঃ আইসে বাহিরে। পরের উপরে পত্র পড়য়ে যখন । কৃষ্ণ আইলা করি রাই মানয়ে তখন। বৃন্দাকে পুছয়ে কৃষ্ণ আগমন কথা । এইমত শ্রীরাধিক হয়ে উৎকণ্ঠিত । সঙ্কপ করেন মনে কৃষ্ণের বিলাস । ক্লষ্ণ প্রাপ্তে বিক পাদি করেন প্রকাশ | সংজপ করয়ে নানা বিস্তার করিয়া । নিজ অঙ্গ বেশ করে হরিষ পাইয়। কখন তেজয়ে ধনী ভূষ। আদি গণ । কখন করয়ে ধনী শয্যার রচন ৷ নিজ অঙ্গ কান্তি দেখি কন্তু নিজ হিয়ে । অকারণে ধনী কন্তু অনেক হাসয়ে । অলপকালে বহু মানে গোবিন্দ লাগিয়া । সব ভবিচয় অসি ধরে ধনী হিয়া । কৃষ্ণ পাব করি ইচ্ছ। বাঢ়ি গেল মনে । নানা বেশ নানা কথা কহে নানা ভ্ৰমে । অথ। ব্রজেশ্বরী কৃষ্ণুে শয়ন করাঞ। ব্রজেশ্বর পাশে সুখে সুড়িলা আসিয়া । দাসগণ এথা কৃষ্ণ সেবা স্নেহে করে। তাহ। সবাকুরে কৃষ্ণ পাঠাইল। ঘরে। শয়ন হইতে তবে উঠিল। গোবিন্দ ৷ সন্মুখ দুয়ারে খিল দিল রুরি ছন্দ। কুঞ্জ গমনে অতি উৎকণ্ঠিত মন ৷ পক্ষ দ্বার দিয়া শীঘ্র হইলা নির্গম ৷ পূৰ্ব্ব দ্বারে অনাচ্ছন্ন চন্দ্রের কিরণে লোক জন পথে করে গমনাগমনে । এইত কারণে কৃষ্ণ সে পথ ছাড়িয়া । বৃক্ষণরত পথে চলে বিচার করিয়া 1। গমন উদ্যমে পদদ্বয় যবে ধরে। তবে ব্রজভূমি ধরে হৃদয় ক মলে । মনোবেগ চন্দ্রাপিত রথে আরোহিল। কুঞ্জালয়ে নাগ রেন্দ্র তৎকাল চুলিলা। জ্যোৎস্না পুস্থিান ভূ লংঘন করিয়া
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।