२७e গোবিন্দ লীলামৃত । যত্নে বৃক্ষ ছায়া পথ লভিলা যাইয়া। তবে মনে বিচারয়ে কি কৰ্ম্ম হইল ।রাধিক গমন তত্ব ভালে না জানিল ৷ ত সবার আগমন হয় কি না হয়। বিচারিতে কৃষ্ণ চিত্তে উৎকণ্ঠ বাঢ়য়। এথাস্ত্রীরাধিক কৃষ্ণ লাগি উৎকf9ক্ত। আচম্বিতে দেখে ধনী তমালের পাতা ॥পবনে দোলায় জ্যোৎস্ন। তাহাতে পুরিল । তাহা দেখি রাই মনে কৃষ্ণ জ্ঞান হৈল। জ্যোৎস্ন মানে হেম বাস তমাল শরীর । কৃষ্ণ আগমন লাগি হইলা অস্থির । হাস্য করিবারে মনে কৌতুক হইলt। রত্নালয় মাঝে ধনী যাঁঞা লুকাইল। সুবর্ণের ভিত্তি লগ্ন প্রতিমার মাঝে। রত্ন প্রদীপা দি গণ তাতে ভাল সাজে। সেই প্রতিমার মারে রাধা সুবদনী লুকাঞা রহিলা কৃষ্ণ আগমন জানি । এইত সময়ে কৃষ্ণ বৃক্ষ। চ্ছন্ন পথে। আসি উপস্থিত হৈলা সঙ্কেত কুঞ্জেতে দেখি বৃন্দ দেী আইলা হরষিত হএল। কণিকার দিলা অবতংসের লাগি য়। মাধব উদয় হৈল মাধবী দেখিয়া । পুলক মুকুল জাল ভরে অলি লএল । বাস্প মকরন্দ কম্প মলয় বাতাসে । হাস্য পুষ্প শ্বেত অঙ্গ পরম হরিষে। ভ্রমরের ধূনি হয় গদগদ বচন । অতি প্রীতি পাইলা প্রিয় আইলা হেন মন । এমনি রাধিক। নিজ সঙ্গীগণ সঙ্গে । গোবিন্দ দর্শনে হয় ভাবের তরঙ্গে। মা ধবী লতিকা দেখি গোবিন্দ মানসে। আনন্দ উদ্ধৃত্যভাব অঙ্গে পরকাশে । কান্তাবলোকন লাগি নয়ন মানসে । চঞ্চল হইলা কৃষ্ণ অত্যন্ত হরিষেiা সখীগণ দেখি প্রশ্ন করিতে লাগিল । তোমার সঙ্গিনী রাই কহ কোথা গেলা H তারা সৰ কহে তিহে গৃহেত রহিলা ! কৃষ্ণ কহে তারে ছাড়ি সবে কেন আইলা। তারা সুব কহে মিত্র পুজার কারণে। কুসুম তুলিতে এখা হৈল আগমনে ॥ কৃষ্ণ কহে তবে কেনে তার অঙ্গ গন্ধ।
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।