পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৪ গোবিন্দ লীলামৃত । ল সুগন্ধি মদ বহয়ে পবন । চিত্র পুষ্প আভরণ তাম্বল চন্দ নে। ব্যজন সুগন্ধি দিয়া করেন সেবনে। রাধিক গোবিন্দ আর যত সখীগণ । সেবা করে বৃন্দাদেবী লৈয়া নিজ জন ৷ সজ্যোৎস্ন রজনী বনকুসুমে পুরিত। সুন্দর পুলিন প্রিয়াগণ সুবেষ্টিত। দেখিয়া গোবিন্দ হৃদি আনন্দ বাঢ়িল। রাসবিলা সের লাগি বাঞ্ছা বহু হৈল । বৃন্দাবন বৃক্ষতলে সগান নৰ্ত্তন। সুচক্র ভ্রমণ প্রায় অনেক ভ্ৰমণ ৷ হল্লিসক নৃত্যু হয় অতি মনোহর। যুগম নৃত্য গান হয় প্রকার বিস্তর । তাণ্ডব নৃত্যে ত অাছে বহুত প্রবন্ধ। এক২ জন নাচে করিলাস্য রঙ্গ । সেই২ মতে গান নৃত্য নৰ্ম্ম আর জল খেলা নৰ্ম্ম লীল রাস অঙ্গসার। সুমন্দ পবনে বৃক্ষলতিকা কাপয়। পূর্ণচন্দ্র জ্যোৎস্না তাতে উজুলিত হয়। ময়ূর নাচয়ে গান করয়ে কোকিল। ভ্রমর ঝঙ্কার বহে সুগন্ধি সমীর। দেখি কৃষ্ণ চিত্তে অতি আনন্দ বাঢ়িল । বন বিহরণ লাগি বাসন হইল ৷ নিজ বাঞ্ছা বংশী গানে জানায়ে গোপীরে । কৃষ্ণ নাম গানে গোপী অঙ্গীকার করে। কৃষ্ণ বংশী গানে কহে শুন প্রিয়াগণ । চন্দ্রের কিরণে ভরে সব বৃন্দাবনাবিহার লাগিয়। চিত্ত বাসনা করয়ে। তাহ। শুনি কৃষ্ণ নাম গানে তার কহে ৷ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কান্ত হে। বিহরিতে বৃন্দাবন সৰ্ব্ব চিত্ত উৎকহে। তাহ। শুনি কৃষ্ণ নিজ প্রিয়গণ লঞা । উঠিলেন বৃন্দাবন বিহার লা গিয়া। সঙ্গে চলে বৃন্দা দেবী অনুগত হঞা নিজ শিক্ষা সু কৌশল বনদেখাইয়। প্রতি বৃক্ষ প্রতিলতা প্রতি কুঞ্জতলে । মৃদুগান শিখাইয়। এমি২ ফিরে । সুমন্দ মলয়ানিলে তরু পত্র চয় । কাপে সেই ছলে সব অরণ্য নাচয় ৷ সুমধুর ধূনি কলা পিক কুল গান। ভ্রমর ঝঙ্করে মত্ত ময়র নৰ্ত্তন । নিজ প্রিয়। সমগুণ দেখি বন্দাবন। কৃষ্ণ চিত্তে বাঞ্ছা বাঢ়ে করিতে রমণ ॥