২৩৮ গোবিন্দ লীলামৃত। কৃষ্ণ দেখি যমুনার আনন্দ বাঢ়িল। নিজ শোভা দেখাইয়। কৃষ্ণে সুখ দিল ৷ তরঙ্গ হইলফেণ। সেই হাস্য মানি। পক্ষ গণধুনিছলে গান প্রকাশিনী। যমুনার সৰ্ব্বেন্দ্রয় উৎকণ্ঠ বাঢ়িল । সরস উৎসবে উৰ্ম্মি হস্ত প্রসারিল । লোল পদ্ধগণ ছলে বদন চঞ্চল। নয়ন চঞ্চল ফুল্ল মাল উৎপল ॥কুম্ভীরের মুখ হয় উচ্চ নাসা সম । গৰ্ত্তগণ যন্ত হয় কর্ণ অনুপম। যমুনা পুলিন কৃষ্ণ দেখি আনন্দিত। রমণ কারণে তৃষ্ণ বাঢ়ি গেল চিত্ত। যমুনার পার হৈতে বাসন হইল। প্রিয় বৃন্দ সঙ্গে কৃষ্ণ উঠিয়া চলিল। জলের উপরে কৃষ্ণ পাদপদ্ম দিতে। যমু ন। প্রণাম করে তরঙ্গ হস্তেতে ৷ পদ্মগণ আনি দেন কৃষ্ণ পদ যুগে । পুনঃপুনঃ পরশিয়া বন্দে অনুরাগে ৷ কৃষ্ণ নিজ প্রিয়। গণ সঙ্গে পার হৈতে। গমন শিক্ষার লাগি আইল হংস ততে হংসীগণ সঙ্গে চংস তট কাছে আসি । মঞ্জীরের ধূনি স্থানে ধূনি সে আভাসি। যমুনার সুখ হৈল কৃষ্ণ আগমনে । জলের সমূদ্ধে হয় গমন স্থলনে। কৃষ্ণ সুখ লাগি জলে উদ্ধত গমন । ক্ষীণতা করিল অতি হরষিত মন ৷ জানু সম জল হৈল সকল যমুনা।ণ্ডলফদয় জল বহে নিৰ্বর পুলিন। পার হয়ে সুখে কৃষ্ণ পুলিনে উঠিল । কৃষ্ণ প্রিয়াগণ সঙ্গে রমণেচ্ছ হৈলা ৷ নয়নে২ মেলা আকৃতের সঙ্গে । হাস্যমুখে কত পরিহাস করে রঙ্গে আলিঙ্গন করি মুখে চুম্বন করয়ে । মদন পিয়াসে কুচ যুগে নখাপয়ে। দেহে দাহ অঙ্গে অঙ্গ পরশ হইতে। অনঙ্গ ৰিলাস ভূষ্ণ বাঢ়ি গেল চিত্তে ৷ তবে কৃষ্ণ প্রিয়াগণ সঙ্গেত করিয়া রাসচক্র পুলিনেত আইল হাস্ট হৈয়। সে চক্র উপরে কৃষ্ণ রমণ লাগিয়া । আরোহণ কৈলা কৃষ্ণ প্রিয়াগণ লৈয় । উদ্ধৃহিন্ত উচ্চ মেলি চক্রের উপরে। রাধিকার সঙ্গে কৃষ্ণ নান
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।