পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RQS গোবিন্দ লীলামৃত। তথথৈথৈ তথৈথৈ তথৈথা। দাধাদুক দুক চঙ চঙ নিঙানঙনিঙানিঙানাং । তৃত্তক তুহু তুহু কুড়গুড় গুড়,দাং দ্রাহ শুভূদ্রাৎ গুড় দ্রাং। ধেকধেক ধোধাই কিরিট কিরিটং দিমিদিৎ দামাগন্তেবং মুহুরিহ সদা শ্ৰীমদীশান নৰ্ত্ত । রাধা সুধামুখী ফরে একলে নৰ্ত্তন। করযুগ চালে ধনী মতি অনুপম। এইত সময়ে তাহ ললিতা আইলা। আসিয়া রাধিক সঙ্গে নাচিতে লাগিলা । কিব। সে হন্তের গতি পদের চালনী । কিবা সেই অঙ্গ ভঙ্গী ভুরু ধুনায়নী ॥ কিবা সেই নয় নের গমন চাপনী । কিবা সেই হাস্য সুধা মদন বৈকলী ৷ কিবা সে কঙ্কণ ধূনি নুপুর বাজনী। কিবা সে কিঙ্কিণী ধূনি বলয় বাজনী ৷ এইৰূপে কহে তাল ধরিবার কালে । সে কণ্ঠের ধূনি শুনিকোকিল বিকলে ৷ থৈথৈ থোথে দিগতিতিগথৈথো তথৈথো তথৈথ । মূমিভূমিভূমি ধোবোধে মৃদঙ্গাদি বান্তৈঃ কণ কণ কণ বীণাশব্দ মিশ্রৈবিশাখা। লুঠতি বানন কংকাৰ্যলঙ্কার ভালাগতি গতি গথৈধে তথোখোব্ৰবাণ । ইতি। এইরূণুে বিশাখিকা কৈল নৃত্য রঙ্গ। এই তাল ধরি নাচে নানা অঙ্গ ভঙ্গ । আর কোন সখি नृष्डा নাম্বিল তখন । কিঙ্কিণী নুপুর আর বাজায় কঙ্কণ। হস্তের দুলন আর পদের চালন করিয়া কহয়ে এই তাল বিলক্ষণ । থৈয়া তথৈয়া তথথৈ তথৈতা । তার নৃত্য অবসানে আর কেহ নাচে। পদের চালনি হস্ত যুগ চালে পাছে ৷ নুপুর কিঙ্কিণী সহ কঙ্কণের ধনি ৷ তালের উখানে কহে সুমধুর বাণী। . हैथरैर्शेरैथरैथ रैथउटैथ रैथरैथ उरैशथा ।