२१७ গোবিন্দ লীলামৃত। দি স্বর আলাপয়ে ৷ শুদ্ধ স্বর আর যত সংকীর্ণাদি করি। সহ স্র প্রকার গান বলিতে না পারি। গীত পথ উপদেশী ভেদ বহুতর। কে কহিতে পারে তার বিস্তার বিস্তর। তত সুশীবন বাদি শব্দ পরচুর কঙ্কণ কিঙ্কিণী আর বলয় নুগুর আর চারি বাদ্য ভেল ভাগতে মিশাল পঞ্চম হইল নিতুমূল বিশাল। সুখে গান করে সব ব্রজাঙ্গনাগণে।আর অভিনয় করে হন্তের চালনে। পদাজ যুগলে তাল ধরে মনোহরে । গ্রীব কটি বিধু নন তাল মত করে। তা দেখি গোবিন্দ চিত্ত অতিবিদ্ধ হৈল । মনসিজ সুখ রসে আরতি বাঢ়িল। নয়ন দোলন গতি দক্ষিণ বামে । তারকা কটাক্ষ গতি আভি মনেীরমে। সে সব অঙ্গের শোভা সে হাস্য মাধুরী নাচে কৃষ্ণ মুখপদ্মে কটাক্ষাদি ধরি তাহা দেখি কৃষ্ণ চিন্তু অধিক বিদ্ধ হৈল । মনসিজ, সুখ রসে আরতি বাঢ়িল। শ্রুতি অতি গমকাদি আর মৃচ্ছাগণ ৷ পক্ষ স্বরে এক হঞা করেন গায়ন । অংশ মিশ্র জাতি শ্রুতি গম কাদি যত। কেহ স্বর আলাপুয়ে কত কত মত ॥ তাহ শুনি কৃষ্ণ অতি সাধ২ বলে।তাছা শুনি অন্যজন তৈছন আচরেকৃষ্ণ তারে তৈছে কৈল৷ সন্মান বহুত । এইৰূপে গান গায় করিয়৷ আকুত ৷ ছালিক্যাদি নৃত্য তবে রাধা আরম্ভিলা। সে নৃত্য দেখিয়া কৃষ্ণ অতি তুষ্ট হৈল। তৎকাল যাইয়। তারে আলি ঙ্গন কৈলা । সেই ছলে নিজ অঙ্গ তারে সমৰ্পিল। প্রিয়া গান করে বংশী বাজান মুরারি" দেখয়ে রাধিক মূখ কটাক্ষ আচ fর । গান করে নানা নৰ্ম্ম বিস্তার করিয়া । তাহ শুনি আওলঃ ইল প্রিয়াগণ হিয় । তালের স্বলন হবে এমন সময়ে । নাগ রেন্দ্র নেত্ৰ পথে দেখান তাহায়ে ৷ স্বলন সময়ে তাল সম্ভালন কৈলা । দেখিয়া গোবিন্দ চিত্তে আনন্দ বাঢ়িল। যবে কৃষ্ণ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।