२९४ গোবিন্দ লীলামৃত। র বিদিত যত সগান নৰ্ত্তন। ব্রজের ললনাগণ নৃত্যকী হই তে। সে সব দেখিলা কৃষ্ণ রাসমণ্ডলীতে। গান নৃত্য বাদ্য গণ জন্ম ব্রজস্থলে। অল্প অংশ যথা যেন তেন তথা পুরেণ। রাসরস সাগরে গোবিন্দ বিলসয় । ব্রজঙ্গমঞ্চস্তৃন্দ পাশে লাচিয়া বুলয়৷ এক যুবতী দেখি আরে চুম্ব দেয় । অরুতে মি পয়ে অাখি অখিতে মিলায় । কার ওষ্ঠাধর পান করেন হরিষে ; কর কুচে নখাপ য়ে অননদ বিশেষে । অন্তকিতে কার কুচ করে আকর্ষণ। এইৰূপে নাগরেন্দ্র করেন ভ্রমণ । আপনি করেন গান গাওয়ায়ে অন্যেরে । আপনি নাচেন কৃষ্ণ নাচীন প্রিয়ারে । প্রিয়াবৃন্দ গান নৃত্য শ্লাঘা করি মানে। প্রিয়াগণে শ্লীঘ্য দেন নিজ নৃত্য গানে। আপনি বজায় যন্ত্র সুখি করে প্রিয়া । প্রিয়া যন্ত্রবাদ্যে সুখ পায় নিজ হয়। কার অংশে বাহু দিয়া কৃষ্ণ আকৰ্য য়ে । সুগন্ধি চন্দন অঙ্গ সঙ্গেত লেপয়ে । পুনঃ আলিঙ্গিয়া তীরে চুম্বন করয়ে । স্থির সৌদামিনী যেন জলধরে রহে । তার অঙ্গে পুলক শ্রী কম্প উপজিল । তাহাতে গোবিন্দ মনে মহাসুখ হৈল । নৰ্ত্তন করিতে শ্রম হৈয়াছে তাহার ঘৰ্ম্মের অঙ্কর ভাল কপোলে সঞ্চার । কৃষ্ণ স্নেহে সেই সব শ্রম দূরে গেল। ভাবময় ভূষা সব অঙ্গে পরাইল ৷ রাস নৃত্য অবসানে রাধাঙ্গ মাধুরী। দেখিয়া গোবিন্দ অাখি পুলক না ছাড়ি । শিথিল হুইল বাস কেশ বেণী খসে । শ্রম জলকণা ভাল কপোল বিশেষে । শ্বাসে নাচে কুচযুগ অতি মনোহর। মিলস ভরল অঙ্গে তাহাতে সুন্দর। ক্রমে যে জন্মিল রুচি দেখিয়া গোবিন্দ । সে মাধুরী হেরে অতি পাইয়া আনন্দ । পদ্ম গৰ্ব্ব খৰ্ব্ব করে গোবিন্দ নয়ন। মকর কুণ্ডল কৰ্ণে করয়ে নৰ্ত্তন। চৰ্ব্বিত তাম্বল নিজ
পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।