পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত ! ২৭৯ বদন হইতে । রাস নৃত্যসুখে দিলা মুখে মুখাপিতে। নিজাঙ্গ পরশ দিয়া প্রিয়ার শরীরে। অন্যোন্যে পরশে অঙ্গ পুলকাদি ভরে। স্বেদাদি হইল সুখ মোহ অনুমানি। এইৰূপে সৰু শ্রম পলায় আপনি। কোটি চন্দ্র সুশীতল কৃষ্ণ করতলে। সে হস্ত পরশে শ্রম তাপ গেল দূরে ৷ তথাপিছ পুনঃ২ রূৰ নিজ করে প্রিয় মুখ মাজে দয়। তরল অন্তরে ৷ প্রিয় শ্রম গেলা সুখ হইল। দ্বিগুণে। এই ৰূপে কৃষ্ণ দয়া সমুদ্র মগনে। তেহ নিজ সুসখ্যত বাচান আনন্দে। নিজ পটাঞ্চলে মাজে কৃষ্ণ মুখ চান্দে। কৃষ্ণ হৈছে নিজ পট বস্ত্রাঞ্চল লৈয়। রাই মুখ মাজে সুসখ্যত প্রকাশিয়৷ কৃষ্ণ অঙ্গ সঙ্গ হয় বিলাস সাগর। আন নদ তরঙ্গ তাতে বহয়ে বিস্তর। তজ্জন্য অলসে রাই গমন হই লা। কেশ পাশ মালা খসে তা হা না জানিলা । এই ৰূপ সন্ন রাস নৃত্যাদি বিলাস। তাহ সব সনে হৈলা কৃষ্ণ রসোল্লাস । অন্য জন স্নিগ্ধ নহে এ রাসবিলাস । ব্ৰ জাঙ্গন সঙ্গে মাত্র করেন বিলাস ৷ তবে কৃষ্ণ তা সবার সঙ্গে রতিলীলা । করিকে বাসনা হৈলা বৃন্দ। ত৷ জানিলা ৷ পক্ক ফল সব আর পুস্প মধুগণ কত মণিপাত্র তাতে করিলা পুরণ। মণিপাত্রে ভরি তাহা বৃন্দাদেবী আনে । দিলা লৈয়া কৃষ্ণ কৃষ্ণদয়িতার স্থানে । তাহ নিজ শক্তি কৃষ্ণ প্রকাশ করিলা । প্রত্যঙ্গন দ্বর মধ্যে বিক্ষৰ্বি হইল। আপন অধরাতে মধু বাসাইলা। হামিং পান করি তারে পিয়াইলা ॥ক দৰ্প মাধূীক মদে যত ব্রজনারী ব্যাকুলা হইল। অঙ্গ ধরিস্তে নাপারি। কদৰ্প মাধূীক মদে অনু শিষ্ট হৈলা। পুলিনাস্ত কুঞ্জে রাধাকৃষ্ণ প্রবেশিল। কন্দৰ্প মা ধূীক মদে তৈছে সত্নীগণ। বিহ্বল হইল ঘূর্ণ ভরিল নয়ন । rভন্ন কুঞ্জে বৃন্দাসখীবৃন্দ লৈয়া শোয়াইল পুষ্পশযমউপরে